বিনোদন

ছোট পর্দায় আজ

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৮:০২ পূর্বাহ্ন

এটিএন বাংলায় ‘সোনাভান’
১৯৯০ সালে বগুড়া থিয়েটার মঞ্চে আনে নাটক ‘সোনাভানের পালা’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তৌফিক হাসান ময়না। সাড়া জাগানো সেই মঞ্চ নাটকটিকেই টিভি ধারাবাহিকে রূপান্তর করে নাম রাখা হয়েছে ‘সোনাভান’। বগুড়ার আঞ্চলিক ভাষায় নির্মিত এ নাটকটি এবার দেখা যাচ্ছে এটিএন বাংলার পর্দায়। ধারাবাহিকটি প্রতি রবি ও সোমবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে। নাটকটির কাহিনী বিন্যাস ও সংলাপ তৈরি করেছেন কাজী সুস্মিন আফসানা, পরিচালনায় এসএম শাহীন ও শহীদ মিঠু। এতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, আফরোজা বানু, মীর সাব্বির, ফারহানা মিলি, শারমিন জোহা শশী, অবিদ রেহান, সাঈদ বাবু, আহসানুল হক মিনু, কল্লোল চৌধুরী, মাহমুদা মেহেরুন্নবী মাহিন, বিধানকৃষ্ণ রায়, সিজুল ইসলামসহ বগুড়ার বিভিন্ন থিয়েটারের নাট্যকর্মীরা।

এনটিভিতে ‘ডুগডুগি’
এনটিভির ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’ আজ থেকে সপ্তাহে তিনদিন প্রচার হবে। এখন থেকে নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, প্রাণ রায়, শাহনাজ খুশী, মিশু সাব্বির, আব্দুল্লাহ রানা, শর্মীমালা, মুকুল সিরাজ, সিফাত শাহ্‌রিন, আহসান কবীর, সাজ্জাদ রেজা, বিথী রানী সরকার, আল আমীন সবুজ প্রমুখ।

আরটিভিতে ‘মজনু একজন পাগল নহে’
উত্তরবঙ্গের একটি গ্রামের যুবক মজনু। একটু পাগলাটে স্বভাবের হওয়ায় এলাকার মানুষ তাকে মজনু পাগলা বলে ডাকে ও চেনে। মজনু প্রাণপণে বোঝাতে চায় সে পাগল নয়। তবু গ্রামের লোক তাকে উত্তেজিত করে। তাকে ঘিরেই আরো বিভিন্ন চরিত্র এবং ঘটনার সমন্বয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘মজনু একজন পাগল নহে’। বৃন্দাবন দাসের রচনা ও সঞ্জিত সরকারের পরিচালনায় নাটকটি আরটিভিতে প্রচার হচ্ছে রবি, সোম ও মঙ্গলবার রাত ১০টায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, নিশা, আখম হাসান, ডা. এজাজুল ইসলাম, শাহনাজ খুশি, ছন্দা।

বাংলাভিশনে ‘খেলোয়াড়’
বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘খেলোয়াড়’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বাঁধন, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, আবদুল্লাহ্‌ রানা, নাবিলা ইসলাম, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, নীলা ইসলাম, আহসান কবীর, মুসাফির বাচ্চু, শহীদ উন নবী, জাহাঙ্গীর আলম, সোহাগ আনসারী, সাথী মাহমুদ, মাসারুক টিটু, রওনক পুষ্পা, খুশবু প্রমুখ।

মাছরাঙা টেলিভিশনে ‘দিরিলিস’
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী নিয়ে নির্মিত ঐতিহাসিক ড্রামা সিরিয়াল ‘দিরিলিস’। বিশ্বব্যাপী জনপ্রিয় এই সিরিয়াল ইতিমধ্যে বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। এখন চলছে সিরিয়ালটির দ্বিতীয় অধ্যায় ‘সিজন ২’। এই অধ্যায়ে দেখা যাচ্ছে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক চেঙ্গিস খানের বাহিনীর সঙ্গে অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল বাহিনীর লোমহর্ষক যুদ্ধ। চীন, রাশিয়া, ভারতবর্ষ জয়ের পর দুর্ধর্ষ চেঙ্গিস খান তুরস্ক আক্রমণ করে। চেঙ্গিস খানের বিশাল সৈন্যবাহিনীর মুখোমুখি হন আরতুগ্রুল। ভয়ানক রক্তক্ষয়ী সংঘর্ষের একপর্যায়ে চেঙ্গিস খান বাহিনীর হাতে বন্দি হন আরতুগ্রুল। শুরু হয় নির্মম নির্যাতন। অনেক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় ‘দিরিলিস সিজন ২’-এর কাহিনী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status