খেলা

হারলেও সুযোগ বাংলাদেশের!

স্পোর্টস রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৫:২৩ পূর্বাহ্ন

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘এখনো আমাদের ফাইনাল খেলার সুযোগ আছে।’  সুপার ফোরে ভারতের সঙ্গে হার দিয়ে শুরু করলেও অধিনায়কের এ বিশ্বাস অমূলক নয়। এমনকি আজ আফগানিস্তানের বিপক্ষে হারলেও সুযোগ থাকবে টাইগারদের এশিয়া কাপের ফাইনালে খেলার। সমীককরণের হিসেবে ভক্তরাও এখনো স্বপ্ন দেখছেন আবারো এশিয়া কাপের ফাইনাল খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। তবে কিভাবে তা সম্ভব? ফাইনাল খেলতে হলে অবশ্য আজ আফগানিস্তান ও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। আবার শেষ দুই ম্যাচে জিতলেও সরাসরি ফাইনালে যাবে তাও বলা যায় না। সেই ক্ষেত্রে সমীকরণ একটু সহজ হতে পারে। অন্যদিকে আফগানদের বিপক্ষে আজ হারলেও টুর্নামেন্টে টিকে থাকতে পারে বাংলাদেশ। কিভাবে? যদি আজকের আরেক ম্যাচে পাকিস্তানকে হারায় ভারত।  সেক্ষেত্রে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারত আর আফগানিস্তানের শেষ ম্যাচের দিকে। ওই ম্যাচে আফগানিস্তানকে ভারত হারালেই হিসেবের মধ্যে চলে আসবে বাংলাদেশ।

ওই পরিস্থিতিতে তিন জয় নিয়ে সরাসরি ফাইনালে চলে যাবে ভারত। আফগানিস্তান আর পাকিস্তান-দুই দলেরই জয় হবে একটি করে। শেষ ম্যাচে পাকিস্তানকে বাংলাদেশ হারালে তিন দলের হবে একটি করে জয়। তাদের মধ্যে যাদের রানরেট অপেক্ষাকৃত ভালো, তারাই খেলবে ফাইনালে। বাংলাদেশেরও তাই সুযোগ থাকবে। তবে আজ আফগানিস্তানের বিপক্ষে যদি হারে বাংলাদেশ, আর ভারতও পাকিস্তানের কাছে হেরে যায়। তবে আজই বিদায় নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি হবে কেবলই আনুষ্ঠানিকতা। ভারত শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হারলেও কিছু যাবে আসবে না। কারণ রানরেটে ভারত অনেক এগিয়ে রয়েছে। রোহিত শর্মার দলের রানরেট এখন +১.৩২৯। পাকিস্তানের +০.০৭২ আর আফগানিস্তানের -০.০৭২। বাংলাদেশের নেট রানরেট -১.৩২। সেই হিসেবে ভারত আছে এক নাম্বারে, পাকিস্তান দুইয়ে, আফগানিস্তান তিন আর সবার শেষে চার নাম্বারে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status