খেলা

নান্নুর বাসায় ডাকাতি

স্পোর্টস রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১২:৪২ অপরাহ্ন

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বাসায় ডাকাতি ও মালামাল লুটপাট হয়েছে। তার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার ডাকাতির ঘটনা ঘটলেও তখন কেউই টের পায়নি। গতকাল সন্ধ্যায় প্রথম জানতে পারে তার বোনের পরিবার। এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে মিনহাজুল দুবাই যাওয়ায় তালাবদ্ধ অবস্থায় ছিল তার বাসা। ডাকাতি হওয়ার খবর শুনে আজ সকাল ১১টার দিকে দেশে ফিরেন তিনি। এ বিষয়ে দৈনিক মানবজমিনকে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, আমার স্ত্রী ও আমি দু’জনই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে দুবাইয়ে ছিলাম। সেখান থেকে জানতে পারি আমার মোহাম্মদ পুরের বাসায় ডাকাতি হয়েছে। সেই সংবাদে দেশে ফিরে এখনই বাসায় আসলাম। বাসায় এসে দেখি ডাকাত দল আমার বাসার সব কিছু নিয়ে গেছে। পুলিশ এসেছে। কী কী ক্ষতি হয়েছে তার লিস্ট করছি। তারপর হিসেবে করে বলা যাবে কী পরিমাণ সম্পদ খোয়া গেছে। আমি দ্রুতই আইনী ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছি। পরবর্তীতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। মোহাম্মদপুরের বাসায় দ্বিতীয় তলায় থাকেন মিনহাজুল। উপরের তলায় থাকেন তার বোনের পরিবার। ডাকাতির সময় অবশ্য কেউই টের পায়নি। মিনহাজুলের বড় ভাই নুরুল আবেদীন নোবেল জানান, ডাকাতি হয়েছে শুক্রবার। তখন কেউই টের পায়নি। গতকাল সন্ধ্যায় আমরা জানতে পেরেছি। খুব বড় ধরণের ডাকাতি হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status