বিশ্বজমিন

মহাকাশ গবেষণায় জাপানের সাফল্য

মানবজমিন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১২:০৮ অপরাহ্ন

জাপানের পাঠানো একজোড়া রোবট রোভার অবতরণ করেছে একটি গ্রহাণুর ওপর। এরপর সেখানে তথ্য অনুসন্ধান শুরু করেছে। শনিবার জাপানের মহাকাশ বিষয়ক এজেন্সি এ খবর জানিয়েছে। এর মধ্য দিয়ে জাপান আমাদের সৌরজগতের উৎস সম্পর্কে তথ্য অনুসন্ধান করছে, জানার ব্যবস্থা করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) মতে, কোনো গ্রহাণুর পৃষ্ঠে চলমান রোবোটিক পর্যবেক্ষণ বিশ্বে এটাই প্রথম। জাক্সা বলেছে, জাপানের হায়াবুসা ২ নামের ওই রোবোটিক রোভার উৎক্ষেপণ করা হয়। এর একদিন পরেই তা সফলতার সঙ্গে পৌঁছে যায় রাইউগু গ্রহাণুতে। এ রোবটটির গড়ন গোলাকার। দুটি রোভারের প্রতিটিই স্বাভাবিকভাবে কাজ করছে এবং রাইউগু গ্রহাণুর পৃষ্ঠে অনুসন্ধান শুরু করেছে। গ্রহাণুটিতে রয়েছে নি¤œ মাত্রার অভিকর্ষণ। ফলে রোভার দুটি এই গ্রহাণুর পৃষ্ঠের ওপর দিয়ে সহজেই লাফিয়ে লাফিয়ে চলবে। আর এ সময় গ্রহাণুটির গাঠনিক কাঠামোর বিষয়ে তথ্য অনুসন্ধান করবে এ রোভার দুটি। জাক্সার প্রজেক্ট ম্যানেজার ইউইশি সুদা বলেছেন, মহাজাগতিক ছোট্ট জিনিসগুলোতে মহাকাশ গবেষণায় আমরা নতুন একটি পদ্ধতি প্রতিষ্ঠিত করতে পেরেছি। এ জন্য আমি গর্বিত। এর আগে জাপানের এই এজেন্সিটি ২০০৫ সালে আরেকটি গ্রহাণুতে একই রকমভাবে রোভারকে অবতরণের চেষ্টা করেছিল। কিন্তু সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status