বাংলারজমিন

জোটে অসুবিধা নেই, ষড়যন্ত্র করলে ছাড় নেই: নাসিম

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১০:৪৬ পূর্বাহ্ন

১৪ দলের আহ্বায়ক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্রের নামে ড. কামাল হোসেনরা নির্বাচন ব্যবস্থা নষ্ট করার জন্য পরিকল্পনা করছে। তারা জোট করুক অসুবিধা নেই কিন্তু এবার নির্বাচনের নামে ষড়ষন্ত্র করলে জনগণ ছাড় দেবে না। মন্ত্রী আরো বলেন ১/১১ এর যেসব বিশ্বসঘাতক ষড়যন্ত্র করেছিল তারা আবারো নির্বাচনকে নিয়ে চক্রান্ত করছে। এবার ১/১১ এর মতো ষড়ষন্ত্র হলে জনগণ তাদের কালো হাত ভেঙে দেবে। উন্নত দেশে যে প্রক্রিয়ায় নির্বাচন হয় ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশে নির্বাচন হবে। এমপি, মন্ত্রী ভুল করলে শেখ হাসিনা তাদের শাস্তি দিয়েছে। আপনারা জনগণ যদি বড় ভুল করেন তাহলে দেশ আবার জঙ্গি ও সন্ত্রাসে ভরে যাবে। বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, মাঠে খেলা হবে। নির্বাচনী মাঠের রেফারির দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন। আপনাদের ভয় কিসের? যদি খেলায় ভুল করেন তাহলে জনগণ লালকার্ড দেখাবে। এবার নির্বাচনে না আসলে বিএনপিকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। প্রধান অতিথি আরো বলেন, হাসিনার জীবনে ১৯ বার হত্যার ষড়ষন্ত্র করা হয়েছে। সে মায়ের মমতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির কথায় ভুল করা যাবে না। বেঈমান ও মোনাফেকদের বিশ্বাস করতে নেই। তাদের থেকে সাবধান থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। মন্ত্রী নৌকা মার্কায় ভোট দিতে জনগণকে আহ্বান জানান।

গতকাল বিকালে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা স্কুল মাঠে স্থানীয় এমপি শামসুল হক টুকুর সভাপতিত্বে ১৪ দলের এক বিশাল জনসভায় আরো বক্তব্য রাখেনÑ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্টু, বাংলাদেশ গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিনহা, কমিউনিস্ট পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরণ রায়, জাসদ (ইনু) যুগ্ম সম্পাদক ওবাইদুল রহমান চুন্নু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, উত্তরা মুনসুর আলী মেডিকেল কলেজের চেয়ারম্যান লায়লা আরজুমান বানু নাসিম, স্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী এমএ মোহীদ ও সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সোনাতলায় শ্বশুর মরহুম খোরশেদ আলমের নামে ১০ শষ্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন।
 


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status