দেশ বিদেশ

প্যারিসের পোশাক মেলায় বাংলাদেশের ২১ প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

জার্মানি ভিত্তিক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত তৈরি পোশাক মেলা ‘টেক্সওয়ার্ল্ড-অ্যাপারেল সোর্সিংয়ে’ অংশ নিয়েছে বাংলাদেশি ২১ প্রতিষ্ঠান। ৪ দিনব্যাপী এই মেলা ১৭ই সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হয়েছে ২০শে সেপ্টেম্বর। বিশ্বের সবচেয়ে বড় মেলার আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ থেকে অংশ নেয়া ২১টি প্রদর্শকের মধ্যে ৯টি নিটওয়ার পণ্যের, ৪টি ডেনিমজাত পণ্যের, ৫টি ফেব্রিক এবং ৩টি চামড়া জাত পণ্যের প্রস্তুতকারক। মেলায় অংশ নিতে এসব প্রতিষ্ঠানকে সহায়তা করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ও বিজিএমইএ। বিশ্বের সবচেয়ে বড় মেলার আয়োজক মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত প্যারিসের এই প্রদর্শনীকে বলা হয়, বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য ইউরোপে অ্যাপারেল সোর্সিংয়ের সবচেয়ে কার্যকর বাণিজ্যিক প্রদর্শনী। এতে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্টলগুলোতে ছিলো দর্শনার্থী এবং ক্রেতাদের উপচেপড়া ভিড়।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status