দেশ বিদেশ

রাজধানীতে তিনজনের অপমৃত্যু

স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

রাজধানীর পৃথকস্থানে তিনজনের অপমৃত্যু হয়েছে। তারা হলেন: নজরুল হাওলাদার (৩৮), আবুল বাশার (৪৫) ও সানজিদা রশিদ মিম (১৬)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার সময় রাজধানীর শ্যামপুর থানাধীন বড়ইতলা এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ক্রেন ছিঁড়ে নজরুল ও বাশারের মাথার ওপর পড়ে। এতে তারা দুইজন আহত হন। রক্তাক্ত অবস্থায় সেখানে কর্মরত শ্রমিকেরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। তারা দুইজনই দিনমজুর। স্থানীয় বড়ইতলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন তারা। নজরুলের বাবার নাম লতিফ হাওলাদার। গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। আবুল বাসারের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদিকে, নিহত মিমের মা সীমা আক্তার ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, তার মেয়ে রামপুরার উলন রোডের রামপুরা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল। ওই মাদরাসায় হাফেজি লাইনের নাজেরায় পড়াশুনা করতো। বৃহস্পতিবার রাতে সে বাসা থেকে মাদরাসায় চলে যায়। ওইখানে বোর্ডিংয়ে থাকে। প্রতিদিনের মতো শনিবার বেলা ১১টার দিকে মিমের জন্য ভাত নিয়ে মাদরাসায় যান তিনি। তখন মাদরাসার কর্তৃপক্ষ তার কাছে জানতে চায়, আপনার মেয়ের সঙ্গে কারো প্রেমের সম্পর্ক আছে কী-না। এর কিছুক্ষণ পর তিনি মিমের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। মিমের বাবার নাম হারুন মোল্লা। গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার দৌলতপুর এলাকায়। পশ্চিম রামপুরার উলন রোডে তার পরিবার একটি ভাড়া বাড়িতে থাকতেন। হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, ওই মাদরাসার পাঁচতলার ছাদের একটি রাথরুম থেকে মিমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা মনে হয়েছে। এই মৃত্যুতে অন্য কোনো কারণ আছে কী-না তা খতিয়ে দেখা হচ্ছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status