দেশ বিদেশ

রাইনখোলায় ছুরিকাঘাতে মাদকসেবীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকার রাইনখোলায় ছুরিকাঘাতে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম জাকির হোসেন (৩৫)। তিনি মিরপুর কমার্স কলেজের ঢালসংলগ্ন বস্তিতে মাদক কেনার জন্য গেলে ছুরিকাঘাতের শিকার হন বলে দাবি করেছেন তার স্বজনরা।
নিহতের খালাতো ভাই মো. পিন্টু মিয়া সাংবাদিকদের জানান, জাকিরের গ্রামের বাড়ি যশোরের মোল্লাপাড়ায়। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক। এক সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি মিরপুর চলন্তিকা মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ঘটনার বর্ণনা দিয়ে পিন্টু মিয়া বলেন, শুক্রবার রাতে জাকির মিরপুর কমার্স কলেজের ঢালসংলগ্ন বস্তিতে মাদক কেনার জন্য যায়। সেখান থেকে কিছুক্ষণ পর সে বাঁচাও বাঁচাও বলে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বের হয়ে আসে। এরপর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিন্টুর দাবি, আহত অবস্থায় জাকির মারা যাওয়ার আগে বলে গেছে ওই বস্তিতে মাদক কিনতে গিয়ে মাদক বিক্রেতাদের সঙ্গে তার ঝগড়া হয়। সে সময় একজন মাদক ব্যবসায়ী তার বুকে ছুরিকাঘাত করেছে। এই বিষয়ে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, ছুরিকাঘাতে জাকির নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সেই বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরেই বিস্তারিত বলা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status