দেশ বিদেশ

ট্রাম্পের পরিণতি সাদ্দামের মতো হবে: রুহানি

মানবজমিন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানি জনগণ ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের মতো যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেও পরাজিত করবে। শনিবার জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রামপকে সাবধান করে দিয়ে রুহানি বলেন, সাদ্দাম যে পরিণতি ভোগ করেছে ট্রাম্পও সেই একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা সরঞ্জামের কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। কিন্তু তাদের জেনে রাখা উচিত ইরান কখনোই এ ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না বরং প্রতিদিনই প্রতিরক্ষা শক্তি জোরদার করবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, যুক্তরাষ্ট্র এখন প্রক্সি যুদ্ধ ছেড়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে।

কিন্তু অতীতের মতো এবারো তারা হতাশ হবে। ইরানের শত্রুদের পরাজয় নিশ্চিত। ইরানের ইসলামী বিপ্লব ও ইসলামী শাসন ব্যবস্থার ক্ষতি করাই যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য বলে অভিযোগ করেন রুহানি। তিনি বলেন, এই উদ্দেশ্যেই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে ডনাল্ড ট্রামপ। ইরাক-ইরানের মধ্যকার আট বছরের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে ইরানে এখন প্রতিরক্ষা সপ্তাহ চলছে। এ উপলক্ষে দেশটিতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিরক্ষা সপ্তাহজুড়েই সামরিক খাতে ইরানের নানা সাফল্য প্রদর্শন করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status