খেলা

জয়ের বিকল্প নেই বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ জিতেও অস্বস্তিতে স্বাগতিক শিবির। তিন জয়ে ৯ পয়েন্ট বাংলাদেশের। শুক্রবার প্রথম ম্যাচে লেবাননকে ৭-০ গোলে হারানো ভিয়েতনামের পয়েন্টও ৯। দুই দলের গোল ব্যবধানও সমান (২৫) ও মোট গোলও সমান (২৫)। আজ ‘এফ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম। ম্যাচটি ড্র হলে শীর্ষস্থানের নিষ্পত্তি হবে টাইব্রেকারে। একই দিন সকাল সাড়ে ১১টায় বাহরাইন লড়বে আরব আমিরাতের বিপক্ষে।
এবারের আসরের শুরুতে গ্রুপের একমাত্র শক্ত প্রতিপক্ষ হিসেবে ভিয়েতনামকেই মেনে নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। মাঠের লড়াইয়ে সেটাই প্রতিফলিত হচ্ছে। শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকরা যদি আরব আমিরাতকে আট গোল দিতে পারতো, তাহলে আজ কিছুটা নির্ভার হয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে পারতো। গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে এ ম্যাচে ড্র করতে পারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে চলে যেত মারিয়া-আঁখিরা। কিন্তু এখন মূল পর্বে খেলতে হলে জয়ের বিকল্প নেই মারিয়া-আঁখিদের। এমন ম্যাচে মাঠে নামার আগে কোনো প্রকার চাপ নিতে নারাজ বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। শিষ্যদের নির্ভার থেকে মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন, ‘ভিয়েতনাম প্রতিপক্ষ হিসেবে বেশ শক্তিশালী। তারা গত তিন ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আগামীকাল (আজ) আমাদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। সেরা দুই রানার্সআপ হিসেবে মূল পর্বে খেলার যে সুযোগ আছে আমরা সেদিকে তাকাচ্ছি না। মেয়েদের নির্ভার থেকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছি। সুযোগ আসলে সেটা কাজে লাগাবে তারা। আশাকরি আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারবো।’ দলে এ মুহূর্তে কোনো কার্ড কিংবা ইনজুরি সমস্যা নেই বলেও জানান নারী দলের সফল এই কোচ। তবে এসবের মাঝেও ছোটনের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে ফরোয়ার্ডদের অতিরিক্ত গোল মিস। বাংলাদেশ গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করেছে ২৫টি। এই তিন ম্যাচে ২৫টির বেশি গোল মিস করেছেন ফরোয়ার্ডরা। এ নিয়ে ছোটন বলেন, আমরা যাদের সঙ্গে খেলেছি। তাদের বিরুদ্ধে গোল মিস হয়তো জয়ে কোনো প্রভাব ফেলেনি। কিন্তু ভিয়েতনামের বিপক্ষে সুযোগ কম আসবে। এগুলো আমাদের কাজে লাগাতে হবে। অনুশীলনে বিষয়টির ওপর জোর দেয়া হয়েছে বলে জানান তিনি। ‘আমরা বিগত ম্যাচের ভুলত্রুটি নিয়ে কাজ করেছি। ফরোয়ার্ডদের বোঝানো হয়েছে, এই ম্যাচে কার কী দায়িত্ব। আশা করছি মাঠে সেটা বাস্তবায়ন করতে পারলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো আমরা।’ মেয়েদের এই টুর্নামেন্টে এবার দল বাড়ায় ফরমেটেও পরিবর্তন এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগের আসরে গ্রুপ চ্যাম্পিয়নরা উঠেছিল চূড়ান্ত পর্বে। গতবার ঢাকায় অনুষ্ঠিত এই আসরে চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার চূড়ান্ত পর্বে যেতে দুটি সিঁড়ি ভাঙতে হবে দলগুলোকে। ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ৮ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে ২ গ্রুপে। সেখান থেকে চারটি দল উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বের আয়োজক এবারো থাইল্যান্ড। স্বাগতিক থাইল্যান্ড এবং উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সরাসরি খেলবে শিরোপা নির্ধারণী পর্বে। গতবারের মতো এবারো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় পর্বে যেতে চান বাংলাদেশের কোচ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status