বিনোদন

পাঁচ দেশে বারো শো

স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

দেশে ফোক গানে এই সময়ে যে ক’জন শিল্পী বেশ সুনাম এবং ব্যস্ততার সঙ্গে পথ চলছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আশিক। গত এপ্রিল থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মোট পাঁচটি দেশে আশিক বারোটি শো শেষ করে দেশে ফিরেছেন সম্প্রতি। দেশগুলো হচ্ছে সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড ও কানাডা। তবে এই পাঁচটি দেশের মধ্যে তিনি কানাডাতে গিয়ে শো করেছেন পরপর দুবার। বেলজিয়াম ও ফ্রান্সে এবারই প্রথম তিনি শো করেছেন। ইংল্যান্ডে এই নিয়ে অষ্টমবারের মতো শো করতে গিয়েছিলেন তিনি। আশিক জীবনে প্রথম দেশের বাইরে শো করেন অস্ট্রেলিয়াতে। এরপর আরো বহু দেশ ঘুরেছেন
তিনি স্টেজ শোর বদৌলতে। তবে এবারের সফর ছিল ছয় মাসের এবং বেশ স্মরণীয়। প্রতিটি শোই ছিল প্রবাসী বাঙালিদের নিমন্ত্রণে। আশিক বলেন, স্টেজ শো’র বদৌলতে এবারের বিদেশ সফর ছিল আমার জীবনের স্মরণীয়। প্রতিটি দেশে প্রতিটি শো’তে প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলা গান শোনার যে দুর্নিবার আকর্ষণ দেখেছি তা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।
আশিক জানান তিনি গর্বিত লন্ডনে অনুষ্ঠিত সর্ববৃৎহ ‘বৈশাখী মেলা’ এবং কানাডায় অনুষ্ঠিত ‘বিশ্ব সিলেট সম্মেলন’-এ গান গাইতে পেরে। আশিক আরও জানান, এরই মধ্যে দেশে ফিরে তিনি ব্যস্ত হয়ে উঠেছেন দুটি অ্যালবামের কাজে। রাধা রমন এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৬টি গান নিয়ে তিনি ভিন্ন দুটি অ্যালবাম প্রকাশ করবেন। এছাড়া তিনি ফোক গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবামও প্রকাশ করতে যাচ্ছেন নতুন ১২টি গান নিয়ে। প্রসঙ্গত, আশিকের একক অ্যালবামগুলো হচ্ছে- ‘সোনা বন্ধুর গান’, ‘উজানধরল’, ‘বাউলা আশিক’, ‘মিছে সংসার’  ও ‘বিনোদিনী’। আশিক প্রথম প্লে-ব্যাক করেন ‘এক জনমের কষ্টের প্রেম’ চলচ্চিত্রে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status