অনলাইন

অন্ত:দলীয় কোন্দলের আশঙ্কায় ওবায়দুল কাদেরের পথসভা বাতিল

চট্টগ্রাম প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৭:৫১ পূর্বাহ্ন

সংঘাতের আশঙ্কায় চট্টগ্রামের সীতাকুন্ডে আওয়ামী লীগের পূর্বঘোষিত পথসভা বাতিল করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসযাত্রার অংশ হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই পথসভা করার কথা ছিল।

আজ শনিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুন্ড উচ্চ বিদ্যালয় মাঠে এই পথসভার আয়োজন চলছিল। আর এ সভাকে ঘিরে সীতাকুন্ড সংসদীয় আসনে মনোয়ন প্রত্যাশীদের নিয়ে বিবাদমান কয়েকটি গ্রুপের দলাদলির কারণে সংঘাতের আশঙ্কা তৈরী হয়।
 
ফলে মাত্র কয়েক ঘণ্টা আগে কেন্দ্র থেকে এই পথসভা স্থগিত করা হয়েছে বলে জানান সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
 
যদিও সমন্বয়ের অভাবে এই পথসভা হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

তিনি বলেন, বাস যাত্রায় সীতাকুন্ডের পথসভা কেন্দ্র থেকেই স্থগিত করা হয়েছে। সমন্বয়ের কিছুটা ঘাটতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম জানান, সীতাকুন্ডে আওয়ামী লীগের তিন-চারজন নেতা আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। একেক নেতার একেক বলয়। যাদের মধ্যে পথসভাকে ঘিরে সংঘাতের আশঙ্কা তৈরী হয়। ফলে আওয়ামী লীগের পূর্বঘোষিত পথসভা স্থগিত করা হয় কেন্দ্র থেকে।

তিনি বলেন, বর্তমানে সীতাকুন্ডে আওয়ামী লীগের চারটি গ্রুপ সক্রিয়। এর মধ্যে সীতাকুন্ডের সংসদ সদস্য দিদারুল আলম এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন তার প্রবল বিরোধী আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধুরীরও আলাদা বলয় আছে। সম্প্রতি দলের অর্ন্তদ্বন্দ্বে ভাইসহ এক যুবলীগ নেতা খুনের ঘটনা ঘটে সীতাকুন্ডে।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে ট্রেনযাত্রার পর বাসযাত্রা শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ যাত্রার অংশ হিসেবে সীতাকুন্ডে প্রথম পথসভা করার জন্য চট্টগ্রামেই অবস্থান করছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু বিবাদমান গ্রুপের দলাদলির কারণে বাস যাত্রার প্রথম সভায় স্থগিত করা হয় কেন্দ্র থেকে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, বাসযাত্রায় সীতাকুন্ডে পথসভার পর যাত্রাপথে চট্টগ্রামের কর্ণফুলীতে, এরপর লোহাগড়ায় এবং সর্বশেষ চকরিয়া ও কক্সবাজার ঈদগাহ মাঠে সমাপনী জনসভার কর্মসূচি ছিল। যা সম্পন্ন করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status