খেলা

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে বার্সার ম্যালকম

স্পোর্টস ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

ব্রাজিল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বার্সেলোনার উইঙ্গার ম্যালকম। আগামী মাসে হতে যাওয়া আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তিতের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মিডফিল্ডার উইলিয়ান। আগামী  দুই ম্যাচের জন্য কোচ তিতে শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন। দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। জুভেন্টাসের ফরোয়ার্ড ডগলাস কস্তাও নেই দলে। তার দলে না থাকার কারণ হিসেবে সম্প্রতি পাওয়া চোট এবং গত শনিবার সাসুলোর বিপক্ষে সিরি আ ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে থুথু দেয়ার ঘটনার কথা উল্লেখ করেন তিতে। তিনি বলেন, ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, শৃঙ্খলা ঘাটতির কারণে সে দলের বাইরে। ম্যালকম ছাড়া দলে ডাক পাওয়াদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন বোর্দোর ডিফেন্ডার পাবলো ও গ্রেমিওর তরুণ গোলরক্ষক ফিলিপে। দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এডারসন। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে ম্যাচের দলে ছিলেন না তারা।

ব্রাজিল দল:    
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ফিলিপে (গ্রেমিও)
ডিফেন্ডার: দানিলো (ম্যানচেস্টার সিটি), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), ফাবিনহো (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মার্কিনহোস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), এদের মিলিতাও (পোর্তো), পাবলো (বোর্দো)
মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), রেনাতো আগুস্তো (বেইজিং গোয়ান), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফিলিপ্পে কুটিনহো (বার্সেলোনা), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যালকম (বার্সেলোনা), রিচার্লিসন (এভারটন), ওয়ালেস (হানোভার)
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), এভারটন (গ্রেমিও)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status