দেশ বিদেশ

রাজধানীতে ১০ চোরাই গাড়িসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার

২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১৫ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- লোকমান হোসেন, নিয়ামুল শরিফ, শেখ জামাল, আবদুর রসিদ মৃধা, রাব্বি সিকদার, শাহ্‌আলম ও মাহাবুব সিকদার। গত বুধবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর মিরপুর, ডেমরা ও শ্যামপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পশ্চিম বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

এ সময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি ও ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারী জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ি চুরি করে আসছিল। চোরাই গাড়িগুলো কয়েক হাত বদল হয়ে যেত মুন্সীগঞ্জের ভবেরচর, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা এলাকায়। সেখানে স্থানীয়ভাবে গাড়িগুলো বিক্রি করতো তারা। তাদের নিজস্ব লোকজন এসব গাড়ি বিক্রি করে থাকে।

এছাড়া বিআরটি-এর কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে নকল কাগজপত্র তৈরি করে থাকে অন্য আরেকটি চক্র। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিআরটি-এর নকল কাগজ সরবরাহকারী প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status