দেশ বিদেশ

রাজধানীতে ১০ মণ খাতসহ আটক ২

স্টাফ রিপোর্টার

২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১৫ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি গোডাউন থেকে ১০ মণ নতুন মাদক নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বা খাত জব্দ করেছে পুলিশ। এ সময় গোডাউন মালিকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা হলো- গোডাউন মালিক জমুল ইসলাম তালুকদার ও তার সহযোগী মাহবুবুর রহমান পলাশ। গত বুধবার রাতে উত্তরার সেক্টর ১৪-এর ১ নম্বর রোডের ১০ নম্বর বাসার ওই গোডাউন থেকে এসব জব্দ করা হয়েছে বলে গতকাল পুলিশ জানিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মো. কামরুজ্জামান জানান, উদ্ধার করা এনপিএস তথা খাত নামের মাদকগুলো ইথিওপিয়া থেকে আমদানির পর মজুদ করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা-পশ্চিম থানা পুলিশের একটি টিম ওই গোডাউনে ৩৪টি কাগজের কার্টন থেকে ৩৯৫ কেজি এসব মাদক উদ্ধার করেছে এবং গোডাউনের মালিকসহ এক সহযোগীকে আটক করা হয়েছে। তবে তাদের আরো এক সহযোগী পলাতক রয়েছে। গোডাউনটিতে গার্মেন্টের কাপড় ও বিভিন্ন আইটেম মজুদ করে রাখা ছিল। একই সঙ্গে কাগজের কার্টনের ভেতরে প্যাকেট করা এসব খাত নামের মাদকও লুকিয়ে রাখা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি গার্মেন্ট আইটেমের ব্যবসা করে বলে জানিয়েছে। তাই গোডাউনে মালামাল মজুদ করে রাখত। তবে এসব এনপিএস তথা খাত নামের মাদকদ্রব্য অন্য একজন এনেছিল বলেও দাবি তাদের। প্যাকেটগুলো অন্য এক ব্যক্তি নিয়ে এসে গোডাউন মালিক নাজমুল ইসলাম তালুকদারের কাছে কিছুদিনের জন্য রাখতে বলেছিল কিন্তু পরে সে আর প্যাকেট নিতে আসেনি বলে জানিয়েছে আটক দু’জন। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status