অনলাইন

কেন্দুয়ায় বিসিএস ক্যাডারভূক্ত নারীকে অপহরণের অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:০২ পূর্বাহ্ন

নেত্রকোণার কেন্দুয়ায় বিসিএস ক্যাডারভুক্ত তাসলিমা সুলতানা সিনথিয়া নামে এক নারীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ে হয়েছে। বুধবার বিকালে অপহৃতার মা রাজিয়া সুলতানা মামলা দায়ের করেন।  সিনথিয়া কেন্দুয়া পৌর মহল্লার আরামবাগ এলাকার বাসিন্দা সুলতান আহমেদের কন্যা। সে ৩৭ তম বিসিএস ক্যাডারভূক্ত হয়েছে।

 মামলায় প্রধান আসামী করা হয়েছে কেন্দুয়া পৌরসভার প্রয়াত মেয়র আব্দুল হক ভূইয়ার ছোট ছেলে রাতুল হাসান বাবুকে। এই মামলায় চাচাতো-ফুফাতো ভাইয়ের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ১৫/২০ জনকে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় নিজ বাস ভবন থেকে সিনথিয়াকে অস্ত্রের মূখে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় আসামীরা। অপহৃতাকে ভয় দেখিয়ে বিয়েতে বাধ্য করাসহ যত্রতত্র রেখে ধর্ষণ করে হত্যা করে লাশ গুম করতে পারে বলে বাদী আশঙ্কা প্রকাশ করছেন।

এদিকে মামলা দায়ের একদিন পর আজ বৃহস্পতিবার মেয়েকে দ্রুত উদ্ধারের দাবীতে সিনথিয়ার মা-বাবা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কেন্দুয়া থানা ওসি ইমারত হোসেন গাজী বলেন, ঘটনা জানার পর থেকে অপহৃতাকে উদ্ধার চেষ্ঠা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাকে উদ্ধার করতে পারব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status