অনলাইন

রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় বিচক্ষণতার ভূমিকা

দুটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৩:৪৫ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওযার্ড ও স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া ও রোহিঙ্গা সঙ্কট সামলাতে বিচক্ষণতার ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী এ দুটি পুরস্কার পাচ্ছেন। জাতিসংঘের ৭৩ তম সাধারণ অধিবেশনে নিউ ইয়র্ক সফরে গিয়ে এ পুরস্কার নেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল শুক্রবার সকালে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। মাঝপথে লন্ডনে একদিন যাত্রাবিরতি দিয়ে রোববার নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীর আসন্ন সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে নজির স্থাপন করায় প্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও বুট্রোস বুট্রোস-ঘালি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মার্তি আহতিসারি এর আগে এ পুরস্কার পেয়েছেন। দ্বিতীয় পুরস্কারটি দেবে দাতব্য সংগঠন ‘গ্লোবাল হোপ কোয়ালিশন’। রোহিঙ্গা সঙ্কটের সমাধানে দূরদর্শী নেতৃত্বের কারণে গ্লোবাল হোপ কোয়ালিশন শেখ হাসিনাকে স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করবে। এছাড়া  জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিন জনগণের অধিকারসহ সাম্প্রাতিককালের আলোচিত বিষয়গুলোর ওপরও বক্তব্য রাখবেন। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গণতন্ত্রের ধারা সমুন্নত রাখাসহ বাংলাদেশের অর্জিত সাফল্য বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব পেশ করেছিলেন। তার ধারাবাহিকতায় এবারের অধিবেশনেও প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।  মাহমুদ আলী জানান, অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পযায়ের বৈঠকে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্যোগে ‘গ্লোবাল কল অব অ্যাকশন অন ওয়াল্ড ড্রাগ প্রবলেম’-শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের আমন্ত্রণে শরণার্থী বিষয়ক এক সভায় ও নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি আয়োজিত এক সংবর্ধনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী হোটেল গ্র্যান্ড হায়াতে যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স আয়োজিত গোলটেবিল মধ্যাহ্নভোজন বৈঠকেও যোগ দেবেন।  পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী কাল শুক্রবার  জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা দেবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট  লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে। লন্ডনে যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী রোববার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের পথে রওয়ানা দেবেন  প্রধানমন্ত্রী। জাতিসংঘের অধিবেশন আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status