খেলা

নিষিদ্ধ হতে পারেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৩:০৫ পূর্বাহ্ন

জুভেন্টাসের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লীগের অভিষেক ম্যাচেই লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। আসরের ইতিহাসে এই প্রথম লাল কার্ড দেখেন তিনি। আর ক্যারিয়ারে ১১ বার লাল কার্ড দেখলেন রোনালদো। আর এই কারণে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন এই পর্তুগিজ সুপারস্টার। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের খবর, যেহেতু রোনালদো সরাসরি লাল কার্ড দেখেছেন সর্বোচ্চ ৩ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। সেরকম কিছু ঘটলে অঅগামী ২ অক্টোবর ইয়ং বয়েজ, ২৩ অক্টোবর নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে প্রথম লেগ এবং ৭ নভেম্বর ফিরতি লেগে মাঠে নামতে পারবেন না রোনালদো। এদিকে রোনালদো লাল কার্ড পাওয়ার ঘটনায় চটেছেন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তার মতে চ্যাম্পিয়ন্স লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকলে লাল কার্ড দেখতে হতো না তার শিষ্যকে। ম্যাচ শেষে অ্যালেগ্রি বলেন, শুধু এটা বলতে পারি ওই ঘটনায় রেফারি ভিএআর-এর সাহায্য নিতে পারতেন। এমন ঘটনায় ১০ জনের দলে পরিণত হওয়াটা হতাশাজনক এবং আমরা হারতেও পারতাম, তা ছাড়া আগামী দুই ম্যাচেও তাকে পাচ্ছি না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status