অনলাইন

রাজধানীর তিন নদীর পাড়ে ২২০ কিলোমিটার হাঁটার পথ

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১:০৫ পূর্বাহ্ন

রাজধানীর ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরে ২২০ কিলোমিটার হাঁটার পথ তৈরি করবে সরকার। মূলত নদীগুলোর দুই তীর যাতে অবৈধ দখল না হয় সে জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে নদী দূষণ রোধ ও নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত টাস্কফোর্সের ৩৮তম সভায় এ তথ্য জানানো হয়।


এসময় বলা হয়, ইতোমধ্যে তিন নদীর পাড়ে ২০ কিলোমিটার হাঁটার পথ নির্মাণ করা হয়েছে এবং আরো ৫০ কিলোমিটারের নির্মাণ কাজ শুরু হবে আগামী ৫ই অক্টোবর থেকে। আর বাকি ১৫০ কিলোমিটার পথ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এই ১৫০ কিলোমিটার পথ নির্মাণের উদ্যোগও তাড়াতাড়িও গ্রহণ করা হবে।

এ সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status