খেলা

রোমার বিপক্ষে রিয়ালের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১১:৩৭ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে কোচ হুলেন লোপেতেগির দল। সান্তিয়াগো বানাব্যুতে বুধবার রাতের ম্যাচটি ৩-০ গোলে জেতে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ইসকোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মারিয়ানো দিয়াস। এদিন ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। টনি ক্রুসের থ্রু বল প্রথম ছোঁয়ায় দারুণভাবে নিয়ন্ত্রণে নেন বেল। কিন্তু তার নিচু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর ডি-বক্সের বাইরে গোলরক্ষককে একা পেয়ে ব্যর্থ হন ইসকো। ৩৮তম মিনিটে সার্জিও রামোসের হেড লাফিয়ে কর্নারের বিনিময়ে  রক্ষা করেন রোমা গোলরক্ষক রবিন ওলসেন। ইসকোর দারুণ নৈপুণ্যে ৪৫তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁকানো ফ্রি-কিকে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে তুরস্কের মিডফিল্ডার জেনগিস উন্দারের জোরালো শট লাফিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস। পরের চার মিনিটে রিয়ালের আরো দুটি ভালো সুযোগ নষ্ট হয়। ওয়েলস ফরোয়ার্ড বেলের শট প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে ক্রসবারে বাধা পায়। আর ডি-বক্সের বাইরে থেকে লুকা মদরিচের শট ঠেকিয়ে দেন ওলসেন। ৫৮তম মিনিটে সাফল্যের দেখা পান বেল। মাঝমাঠ থেকে মদরিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন বেলের বদলি নামা মারিয়ানো। মার্সেলোর পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে বুলেট শটে  গোল করেন গত আগস্টে লিঁও থেকে ফেরা এই স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড। ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিকের ভিক্তোরিয়া প্লাজনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রাশিয়ার সিএসকেএ মস্কো। ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ডাচ ক্লাব আয়াক্স ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে গ্রিসের এইকে অ্যাথেন্সকে। ‘এফ’ গ্রুপে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জার্মান ক্লঅব হফেনহাইম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status