বাংলারজমিন

গাজীপুর সিটি মেয়রের উচ্ছেদ ও পরিচ্ছন্ন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনকে  গ্রিন ও ক্লিন সিটি গড়ার অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার সকালে চান্দনা চৌরাস্তায় গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অংশগ্রহণে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। উচ্ছেদ কার্যক্রমে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম ও জিএমপি কমিশনার বেলালুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে মহাসড়ক থেকে এক ঘণ্টার মধ্যে দোকানপাট সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর আলম, জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান সহ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
এসময় জিএমপি কমিশনার বলেন, গাজীপুরে অনেকগুলো সমস্যার মধ্যে যানজট একটি অন্যতম সমস্যা। যানজট আমাদের জন্য এক বড় অভিশাপ। এ জন্য এই মুহূর্তে আমাদের কিছু করণীয় আছে। অবৈধ ফুটপাথ দখল ও রাস্তা দখল, যত্রতত্র গাড়ি পার্কিং করাসহ বেশ কিছু সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি। আমি অনুরোধ করবো, যারা ফুটপাথে এবং রাস্তায় দোকানপাট বসিয়েছেন, তারা এগুলো থেকে বিরত থাকবেন।
উচ্ছেদ কার্যক্রমে অংশ নিয়ে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরকে গ্রিন এবং ক্লিন সিটি গড়ার জন্য মহাসড়কে কোনো ভাবেই ময়লা আবর্জনা রাখা যাবে না, যানজট করা যাবে না। এজন্য  অবৈধভাবে ফুটপাথে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। এসব ব্যবসায়ীরা যাতে বৈধভাবে ব্যবসা করতে পারে সেজন্য বিনা জামানতে সিটির পক্ষ থেকে আলাদা মার্কেটের ব্যবস্থা করা হবে।
এদিকে, উচ্ছেদের খবর পেয়ে অভিযানের আগেভাগেই অনেক দোকানি স্ব-উদ্যোগে তাদের দোকানপাট সরিয়ে নেন। অনেক এলাকাবাসী সিটির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে যানজট নিরসনে অভিযান চলমান রাখার দাবি করেন। উচ্ছেদ ও পরিচ্ছন্ন  কার্যক্রমে সিটি করপোরেশনের বুলডোজারসহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে শতাধিক পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মী অভিযানে অংশ নেয়।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status