বাংলারজমিন

কাহালু ও শিবগঞ্জ বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা

বগুড়া প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

কাহালু ও শিবগঞ্জে বিএনপি ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গভীর রাতে নাশকতার পরিকল্পনা। পুলিশ বাদী হয়ে পৃথকভাবে এ দুই থানায়  মামলা করেছে।
পুলিশ জানিয়েছে,  মঙ্গলবার রাত ১টায় কাহালুর মালঞ্চা ইউনিয়নের মাগুড়া এফ ইউ আলিম মাদরাসার একটি পরিত্যক্ত টিনের ঘরে বসে বিএনপি ও ছাত্রদলের নেতাকমীরা  নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে ৬টি ককটেল ও ৪টি পেট্রল বোমা  জব্দ করা হয়। এ ঘটনায় তাদেরসহ অন্তত ৩০-৩৫ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন থানার এস আই আব্দুল মালেক। গ্রেপ্তারকৃতরা হলেন, বিএনপি নেতা ইসরাফিল (২৬), মন্‌জুরুল তালুকদার,  ইসরাফিল (২৮) আব্দুল গাফ্‌ফার, সাইফুল ইসলাম সালাম ও হাবিবুর রহমান  হাবিব ।
কাহালু থানার ওসি শওকত কবির জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠনো হয়েছে।
এদিকে শিবগঞ্জ উপজেলায় বিএনপির ৫৯ জনের বিুরদ্ধে মামলা করেছে পুলিশ। উপজেলা বিএনপি অফিসে নাশকতার পরিকল্পনার অভিযোগে এ মামলা করা হয়েছে।  পুলিশ দাবি করেছে, বিএনপি অফিস থেকে ককটেল ও হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলা বিএনপি অফিসে পুলিশ অভিযান চালিয়ে ১৯টি ককটেল ও ২টি হাঁসুয়া উদ্ধার করেছে। এসময় বিএনপি নেতাকর্মরিা পালিয়ে যায়। এঘটনায় উপজেলা বিএনপির  আহবায়ক মীর শাহে আলম, সদস্য সচিব তাজুল ইসলাম সহ বিএনপির ৩৯ জনের নাম সহ অজ্ঞাত ২০-২৫ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status