বাংলারজমিন

শ্রীমঙ্গলে গাছ ফেলে সড়কে গণডাকাতি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:০০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল শহরের অদূরে ভানুগাছ সড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন যানবাহনে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতেরা যানবাহনের যাত্রীদের বেধড়ক মারধর করে মুঠোফোনসহ নগদ টাকা লুটে নেয়। এতে ডাকাতদের হামলায় কমপক্ষে ১৫-২০ জন চালক ও যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর সহকারী ম্যানেজার ইমরান হোসেন (৩৮), আশরাফুল ইসলাম (২৭), ড্রাইভার মনি সিংহ (৪৫), আরিফ রানা (২৮), আশিক (২৮), হেলাল উদ্দিন (৩০), সোহেল মিয়া (১৮), সুজন বৈদ্য (৩০), দুলাল মিয়া  (১৮), মিনহাজ  (২০), মোহাম্মদ আলী (২৪), মো. আলম শেখ (১৯) ও মো. জুয়েল  (১৭)কে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে ইমরান হোসেন ও আশরাফুল ইসলামকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে গ্রান্ড সুলতান হোটেলের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। আহত অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ভানুগাছ সড়কের বিটিআরআই চা বাগানের পাশে বেলতলী রাবার বাগান এলাকায় ৩০/৩৫ জনের সশস্ত্র ডাকাতদল সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। ডাকাতেরা ওই সড়কে যাত্রীদের প্রায় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রেখে গণ ডাকাতি করে। এর আগে ডাকাতরা  বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে যাত্রীদের মারধর করে ত্রাসের সৃষ্টি করে সড়কে ভয়াবহ তাণ্ডব চালায়। পরে রাত ১২টার দিকে পুলিশ আসার আগেই ডাকাতেরা চা বাগানের মধ্য দিয়ে অন্ধকারে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় গ্রান্ড সুলতান এন্ড টি রিসোর্টের ব্যবস্থাপক ও গণসংযোগ কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন। এ ঘটনায় গতকাল দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status