বাংলারজমিন

রংপুরে জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

রংপুরে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা অনুদান প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের হলরুমে বিশেষ এ শিক্ষা অনুদান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. সিরাজুল ইসলাম। রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক পারভীন মেহ্‌তাব, আওয়ামী লীগের রংপুর জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দিন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুর রাজ্জাক। এ সময় বিভিন্ন উপজেলার ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১১৩ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে ৪ লাখ ৫২ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে ওই অনুদান প্রদান করা হয়। পিছিয়ে পড়া অনগ্রসর ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃ-গোষ্ঠী সমপ্রদায়কে এগিয়ে নেয়ার উদ্যোগের অংশ হিসেবে এই সমপ্রদায়ের শিক্ষার্থীদের সহায়তা প্রদানের জন্য ২০১৭-১৮ অর্থবছর থেকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে এই কার্যক্রম গ্রহণ করা হয়।
এছাড়াও বিগত কয়েক অর্থবছর থেকেই অনগ্রসর ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী সমপ্রদায়ের দারিদ্র্যসীমার নিচে বসবাসরত ব্যক্তিদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান প্রদান কার্যক্রম চলছে এবং আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status