বাংলারজমিন

করিমগঞ্জে চাঁদাবাজদের হামলায় তিন পুলিশ আহত

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:১৮ পূর্বাহ্ন

করিমগঞ্জে নৌপথে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে চাঁদাবাজদের ছোড়া পাথর ও ইট-পাটকেলে কনস্টেবল সাব্বির, কনস্টেবল সৈকত ও নায়েক মুখলেছ নামে নৌপুলিশের তিন সদস্য আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও গ্রাম সংলগ্ন উজান ধনু নদীর পাড়ে এই ঘটনা ঘটে। এ সময় চাঁদাবাজদের হামলা থেকে বাঁচতে সাত রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ। এ ঘটনায় জুনায়েদ (২০) নামে এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার খাকশ্রী গ্রামের মো. সালাহ উদ্দিনের ছেলে।
চামড়াবন্দর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র চাঁদাবাজ চক্র উজান ধনু নদীর রুটে চলাচলকারী পাথরবাহী ভলগেট আটকে চাঁদাবাজি করে আসছিল। বুধবার সকালে ভলগেট আটকে চাঁদাবাজির খবর পেয়ে তিনিসহ নৌপুলিশ ফাঁড়ির পাঁচজনের একটি দল চংনোয়াগাঁও গ্রাম সংলগ্ন উজান ধনু নদীতে অভিযান চালান। অভিযানের সময় চাঁদাবাজ দলটি চংনোয়াগাঁও গ্রামের পাশে নদীর পাড়ে অবস্থান নেয়। নৌপুলিশের দলটি তাদের ধরতে সেখানে তৎপরতা চালালে সংঘবদ্ধ চাঁদাবাজেরা নৌপুলিশের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় নৌপুলিশের সদস্যদের লক্ষ্য করে তারা বৃষ্টির মতো পাথর ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় হামলাকারীদের ঠেকাতে নৌপুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়। হামলাকারীদের ছোড়া পাথর ও ইট-পাটকেলে শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়ে নৌপুলিশের তিন সদস্য কনস্টেবল সাব্বির, কনস্টেবল সৈকত ও নায়েক মুখলেছ আহত হন। সাত রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের মধ্য থেকে জুনায়েদ নামের একজনকে আটক করেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান এসআই মিজানুর রহমান।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান জানান, আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌপুলিশের পক্ষ থেকে সাত রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status