বাংলারজমিন

মৌলভীবাজারের চাতলাপুরে বাংলাদেশ ও ভারতের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুরের বাংলাদেশ ও ভারতের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে শুরু হয়ে দুপুর ৫টা পর্যন্ত চলে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এই পতাকা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন ও নবাগত সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাত। ভারতের পক্ষে ছিলেন বিএসএফ তেলিয়ামুড়া ও পানিসাগর সেক্টরের ডিআইজি শ্রী ববি যোসেফ ও শ্রী সিন্ধু কুমার। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে উভয় দেশের কৃষিক্ষেতে কাজ ও গরু চরানো বিষয়, হবিগঞ্জ সীমান্তে আটক ৫ ভারতীয় নাগরিককে হস্তান্তর ও গ্রহণ। অবৈধ সীমান্ত পারাপার, ভারতীয় হেলিকপ্টার অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম। এলসি স্টেশন নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাসাপেক্ষে আরও সহজীকরণ এবং ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গরু, মদ, গাঁজা ও বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট বাংলাদেশে প্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান করার বিষয়েও আলোচনা হয়। সীমান্তে বসবাসকারী জনগণের জীবনের নিরাপত্তা প্রদান নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উভয় দেশের বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ানসমূহের অধিনায়কগণ এবং সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়নসমূহের স্টাফ অফিসারগণ অংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status