বাংলারজমিন

মানিকগঞ্জে বাল্যবিয়ের প্রস্তুতিকালে বর ও কনের পিতা গ্রেপ্তার কাজীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৭:৫৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বাল্যবিয়ে পড়ানোর প্রস্তুতির সময়  বর, কনে ও কাজীসহ ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় বর-কনের পিতা ও এক সাক্ষীকে কারাদ- ও কাজীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যাণ আদালতের বিচারক মামুন সরদার  জানান, সোমবার দুপুরের দিকে সরকারি দেবেন্দ্র কলেজের পাশের এক বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে এমন খবরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় বর, সপ্তম শ্রেণী পড়–য়া কনে, বরের বাবা সিংগাইর উপজেলার মাধবপুর গ্রামের মগর আলী, কনের বাবা একই উপজেলার ফোর্ডনগর গ্রামের আবদুর রব, সাক্ষী আজিমপুর গ্রামের ইসমাইল ও পৌর এলাকার ৩নং ওয়ার্ডের কাজী মো. মনিরুজ্জামানকে আটক করে পুলিশ। পরে বিকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে বরের বাবা মগর আলী, কনের বাবা আবদুর রব ও সাক্ষী ইসমাইলকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে ৭ দিনের কারাদ- দেন। সে সঙ্গে বাল্যবিয়ে পড়ানোর প্রস্তুতি নেওয়ায় কাজীর বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য সদর থানায় পাঠানো হয়েছে। কারাদ- ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। সে সঙ্গে বর ও কনেকে তাদের অন্য অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জমান জানান, পৌর এলাকার ৩নং ওয়ার্ডের কাজী মো. মনিরুজ্জমানের বিরুদ্ধে বাল্যবিয়ে নিরোধ আইনে মামলা হয়েছে।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status