খেলা

ভারত-পাকিস্তান মহারণ আজ

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:১৮ পূর্বাহ্ন

এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ বিকাল সাড়ে ৫টায় দুবাইয় ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। রাজনৈতিক বিরোধের কারণে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় কোনো সিরিজে অংশ নেয়নি ভারত ও পাকিস্তান। সর্বশেষ ২০১২ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দু’দল। ভারতের মাটিতে ওই সিরিজটি ২-১ ব্যবধানে জয় পায় পাকিস্তান। এর আগে ২০০৭ সালে দ্বিপাক্ষীয় সিরিজ খেলে দু’দল। তাই আইসিসির টুর্নামেন্ট ও এশিয়া কাপ ছাড়া সচরাচর মুখোমুখি হতে দেখা যায় না তাদের। আজকের ম্যাচটি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভারতের ওপেনার শিখর ধাওয়ান বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষ মর্যাদার ম্যাচ। ভারত-পাকিস্তান লড়াই মানেই টান টান উত্তেজনা। সেই উত্তেজনা আমাদের মধ্যেও কাজ করছে। দুর্দান্ত একটি ম্যাচ হবে বলে আমার ধারণা। হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে পাকিস্তান। আর ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম বলেন, ভালোভাবেই টুর্নামেন্ট শুরু করতে পেরেছি আমরা। এই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এমন জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। গত বছর দু’বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে ১২৪ রানে জিতেছিল ভারত। তবে, ফাইনালে ভারতকে লড়াই করার সুযোগ দেয়নি পাকিস্তান। ১৮০ রানের জয়ে শিরোপা জিতে নেয় তারা। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে এশিয়া কাপে খেলতে এসেছে ভারত। দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা।

সংখ্যায় ভারত-পাকিস্তান লড়াই
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আবারো মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। ম্যাচের আগে দুই দলের পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে নেয়া যাক:
১২৯    দুই দল এখন পর্যন্ত ১২৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের ৫২ ম্যাচের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে। বাকি ৪ ম্যাচ পরিত্যক্ত হয়।
১১    এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে ৫ বার করে জয় রয়েছে দুই দলের। বাকি ম্যাচটি পরিত্যক্ত।
৬৯    দুই দলের লড়াইয়ে সব চেয়ে বেশি ৬৯ ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার।
৩৫৬    মুখোমুখি লড়াইয়ে দলীয় সর্বোচ্চ ৩৫৬ রান ভারতের। আর পাকিস্তানের সর্বোচ্চ রান ৩৪৪।
৭৯    সর্বনিম্ন রানও ভারতের, ৭৯। পাকিস্তানের সর্বনিম্ন ৮৭।
২৫২৬    দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ২৫২৬ রান করেছেন শচীন টেন্ডুলকার। ইনজামাম উল হকের সংগ্রহ ২৪০৩ রান।
১৯৪    ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪ রান করেন পাকিস্তানের সাঈদ আনোয়ার।
৫    এশিয়া কাপে শচীন টেন্ডুলকার ও সালমান বাট ৫টি করে সেঞ্চুরির কৃতিত্ব দেখান।
৬০    দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক ৬০ উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম।
৭/৩৭    সেরা বোলিং নৈপুন্যে ৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের আকিব জাভেদ।
৮৭    মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বাজে বোলিং উপহার দেন সোহেল তানভির। ১০ ওভারে ৮৭ রান দিয়ে নেন ১ উইকেট।
৪৪    সর্বাধিক ৪৪টি ক্যাচ নিয়েছেন ভারতের মোহাম্মদ আজহার উদ্দিন।
৭১    পাকিস্তানের মঈন খানের রয়েছে সর্বাধিক ৭১টি ডিসমিসাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status