বাংলারজমিন

আমতলীতে বিদ্যালয় ভবনের ছাদ ধসে আহত ৫ শিক্ষার্থী

আমতলী (বরগুনা) প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:১৪ পূর্বাহ্ন

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে গতকাল দুপুর ১২টার সময় চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৫ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পরপরই ওই ভবনের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করে সকল শিক্ষার্থীকে সরিয়ে পাশের একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবনে নেয়া হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, পাতাকাটা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ কক্ষের ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। নির্মাণের পর এ পর্যন্ত আর কোনো সংস্কার করা হয়নি। ফলে ভবনটির দেয়ালের পলেস্তরা খসে পড়ছে। বর্ষার সময় ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ার পরও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় নিরুপায় হয়ে শিক্ষকরা ওই ভবনে স্কুলের কার্যক্রম পরিচালনা করে আসছে। মঙ্গলবার দুপুর ১২টার সময় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রথম সিফট এর ক্লাস শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা বের হওয়ার সময় আকস্মিক বিকট শব্দ করে ভবনের ছাদ ধসে পরতে শুরু করে। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। অনেক শিক্ষার্থী দৌড়ে বাইরে আসতে পারলেও অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে বেঞ্চের নিচে আশ্রয় নেয়। এ সময় ইট ও সুরকির আঘাতে চতুর্থ শ্রেণির উস্মিতা, মরিয়ম ও লামিয়া এবং পঞ্চম শ্রেণির ওবায়দুল ও ইমন নামে ৫ শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status