বাংলারজমিন

টু ক রো খ ব র

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:১৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ৩ ডাকাত গ্রেপ্তার
শ্রীমঙ্গল (গাজীপুর) প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা তিন পেশাদার ডাকাতকে আটক করেছে পুলিশ। এতে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। আটকরা হলো- চুনারুঘাট উপজেলার কাছিসাইল গ্রামের আব্দুল মোতালিবের পুত্র শিবলু মিয়া (৪১)। সে বর্তমানে কুলাউড়ার দক্ষিণ রেলওয়ে কলোনিতে বসবাসরত। শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুল মালেক কালা মিয়ার পুত্র আব্দুল মুহিত কিবরিয়া হান্নান (২৫) এবং কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড়ের আজিদ মিয়ার পুত্র দেলোয়ার মিয়া (২০)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। ওসি কেএম নজরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় শহরতলীর জেটি রোডস্থ শ্মশান ঘাট সংলগ্ন বাঁশঝাড় হতে দেশীয় অস্ত্র ২টি রামদা এবং দরজা, জানালা ও তালা ভাঙার লোহার রডসহ ডাকাতদের আটক করা হয়। গতকাল দুপুরে আটক তিন ডাকাতকে বিজ্ঞ আদালতের নির্দেশে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
সিদ্ধিরগঞ্জে তুলার গুদামে আগুন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে: সিদ্ধিরগঞ্জের একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের তিনটি স্টেশনের ৬টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় ইব্রাহীম টেক্সটাইল মিলের বিএস ট্রেডিং নামে তুলার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে গুদামে মজুদ রাখা কয়েক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করলেও কোন শ্রমিক হতাহত হয়নি বলে জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: গাজীপুরে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। নিহতের নাম মার্শাল হিরো টিটু। সে ফরিদপুর জেলার মধুখালী থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে মহানগরের কড্ডা এলাকায় এজিএম এনায়েত হোসেনের উপস্থিতিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় টিটু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বিদ্যুতের লাইনে লাইন শাট ডাউন দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের গাফিলতির কারণে বিদ্যুৎ লাইন শাট ডাউন (চলাচল বন্ধ) করা হয়নি। তাই কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় টিটু। দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জলঢাকায় জয় বাংলা ইয়াং অ্যাওয়ার্ড সম্পন্ন
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: জলঢাকায় ইয়াং অ্যাওয়ার্ড ২০১৮ ‘তোমার জয়ে বাংলার জয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তরুণদের অন্যতম বড় প্লাটফর্ম যুব সমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করার লক্ষ্যে মঙ্গলবার উপজেলা হলরুমে সিআর আই ইয়াং বাংলার কো-অর্ডিনেটর কেশব রায়ের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সেকশন কমান্ডার আবদুল গাফ্‌ফার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জলঢাকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মানিক লাল প্রমুখ। যারা সমাজ পরিবর্তনের কাণ্ডারি কিন্তু এখনো অন্তরালে রয়েছে তাদের কার্যক্রমের দৃঢ়তা প্রদানে ২০১৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করে ইয়াং বাংলা।
বুড়িচংয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. সফিকুল ইসলাম (৬৫) সোমবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইমপ্ল্যান্ট হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুম সফিকুল ইসলাম উপজেলার ষোলনল ইউনিয়নের বালিখাড়া গ্রামের মৃত তাইজ উদ্দিনের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর বালিখাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সফিকুর রহমানের মৃত্যুর খবর শুনে গতকাল সকাল ১১টায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ মরহুমের বাড়ি গিয়ে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
হোসেনপুরে গণতন্ত্রী পার্টির গণসমাবেশ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হোসেনপুরে গণসমাবেশ করেছে গণতন্ত্রী পার্টি। সোমবার সন্ধ্যায় উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে গণতন্ত্রী পার্টি জিনারী শাখার উদ্যোগে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। গণতন্ত্রী পার্টি জিনারী শাখার নেতা মো. শহীদ মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক গাজী এনায়েতুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন সুধা।
জাতীয় ঐক্যের ৫ দফা বাস্তবায়নের দাবিতে কমলনগরে সমাবেশ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: যুক্তফ্রন্ট ঘোষিত জাতীয় ঐক্যের পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে কমলনগরে সমাবেশ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র উদ্যোগে উপজেলার মুন্সিরহাট বাজারে এ সমাবেশ করা হয়। চরমার্টিন জেএসডি’র সভাপতি এবিএম বাবুল মুন্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব ও যুবপরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেএসডি নেতা মো. ছাইফুল্যাহ, যুবপরিষদ জেলা যুগ্ম আহ্বায়ক মাকছুদুর রহমান মানিক উপজেলা যুগ্ম আহ্বায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, এমএ এহসান রিয়াজ, সদস্য আবুল বাছেত খোকন, চরমার্টিন জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুস সহিদ ফরাজি, সাংগঠনিক সম্পাদক সেলিম স্বর্ণকার, বাজার কমিটির সভাপতি আব্দুল হক, সেক্রেটারি মেহের উল্যাহ, শ্রমিক জোটের জেলা যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম দুলাল, চরমার্টিন যুবপরিষদের আহ্বায়ক মো, নুরনবী ও যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম শামিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

এর আগে ইউনিয়নদলীয় কার্যালয়ে চরমার্টিন যুবপরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status