বাংলারজমিন

ছাতকের নানসিঁড়ি হরিষপুর সড়কটি বেহাল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৫ পূর্বাহ্ন

ছাতকের কালারুকা ইউনিয়নের নানসিঁড়ি-হরিষপুর সড়কটি এখন অস্তিত্ব হারাতে বসেছে। ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষের চলাচলের অন্যতম এ সড়কটি বর্তমানে পড়ে আছে বেহাল। কৃষ্ণ চৌধুরী সড়কের সংযোগ নানসিঁড়ি-হরিষপুর সড়কটি প্রায় ৬০ বছর আগে নিজস্ব ভূমির উপর দিয়ে নির্মাণ করেছিলেন গ্রামের তৎকালীন জমিদার কৃষ্ণ প্রসাদ চৌধুরী। ২০ফুট প্রশস্ত বিশিষ্ট প্রায় অর্ধমাইল দীর্ঘ গ্রামীণ এ সড়কটি প্রতিষ্ঠার ৬০ বছরেও পাকাকরণ বা সংস্কার করা হয়নি। সড়ক জুড়েই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে গর্ত ভরাট হয়ে যাওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে এ সড়কে। ভারি যানবাহন এ সড়ক দিয়ে চলাচল না করলেও ইজিবাইক, অটো-টেম্পু, সিএনজি ফোরষ্ট্রোক ও মোটরসাইকেল চলাচল ছিল নিয়মিত। কিন্তু সড়ক কর্দমাক্ত ও বিপজ্জনক হয়ে উঠায় এখন এসব যানবাহন আর চলাচল করতে পারছে না। ফলে জনদুর্ভোগ ক্রমেই বেড়ে চলছে। এসব গ্রামের মানুষ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দুর্ভোগ মেনে নিয়েই প্রতিদিন উপজেলা সদরে বা স্কুল-কলেজে আসা-যাওয়া করছে। জমিদার কৃষ্ণ প্রসাদ চৌধুরী পুত্র ও প্রাক্তন শিক্ষক প্রণব কান্তি চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে তার পিতা কৃষ্ণ প্রসাদ চৌধুরী নিজের ভুমির উপর সড়কটি নির্মাণ করে ছিলেন। পিতার নির্মিত এ সড়কটি সংস্কার করার মতো সামর্থ্য এখন আর তাদের নেই। বর্তমান সরকার গ্রামীণ জনপথ ও অবকাঠামোগত উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি বিশ্বাস করেন এ সড়কটিও সরকারের ধারাবাহিক উন্নয়নের আওতায় এনে পাকাকরণসহ সংস্কার কাজ করা হবে। সড়কটি বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এলাকার মানুষের দুর্দশা লাঘবে সড়কটি পাকাকরণসহ দ্রুত সংস্কার কাজ করার জন্য সংশিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status