বিনোদন

‘রহস্যময় নারী’ রানী আহাদ

স্টাফ রিপোর্টার

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৫ পূর্বাহ্ন

নাঈম, মিথিলা, শ্যামল মাওলা, হক বারিশ, তৃষ্ণা ও রানী আহাদ একসঙ্গে অবসর কাটাতে নেপাল যান। সেখানে ভালোই কাটছিল তাদের সময়। হঠাৎ একদিন মিথিলা হারিয়ে যায়। এ নিয়ে চিন্তায় পড়ে সবাই। কিছুদিন যেতেই আরো একজন হারিয়ে যায়। তারপর বিষয়টি নিয়ে শরণাপন্ন হন গোয়েন্দা অফিসার নজরুল রাজের। ঘটনা উদঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে রহস্যময়ী এক নারীর নাম। রানী আহাদই তাদের খুন করে। তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রহস্যময় নারী’ নামের টেলিফিল্ম। রাজিব আহমেদের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। এটিএন বাংলায় খুব শিগগিরই এটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status