বাংলারজমিন

দোহারে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা

দোহার (ঢাকা) প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৪ পূর্বাহ্ন

দোহার উপজেলার রাইপাড়া এলাকায় গতকাল বিকেলে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। রাইপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। দোহার পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে। মাদকের ভয়াল থাবা থেকে এই যুব সমাজকে বাঁচাতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। এ জন্য পারিবারিক সচেতনতা সবচাইতে বেশি প্রয়োজন। তিনি বলেন, মাদকের মতো বাল্যবিবাহ আমাদের সমাজের মারাত্মক একটি ব্যাধি। এই ব্যাধিতে যাতে কোন শিক্ষার্থীর জীবন জড়িয়ে না যায় আমাদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনারা যদি বাল্য বিবাহ সম্পর্কে জেনেও কিছু না করতে পারেন তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে আমাকেও জানাবেন। তাহলেই দেখবেন আস্তে আস্তে বাল্যবিবাহ অনেকটা বন্ধ হয়ে যাবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মুজিবুর রহমান, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, সাবেক ছাত্র নেতা সুরুজ আলম সুরুজ, আওয়ামী লীগ নেতা রাহিম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাবীবুর রহমান হাবীব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবী হোসেন, আওয়ামী লীগ নেতা রমজান মল্লিকসহ আরো অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status