বাংলারজমিন

চাঁদপুর-২ এ নৌকার টিকিট চাইবেন দীপু চৌধুরী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৪ পূর্বাহ্ন

চাঁদপুর-২ আসন থেকে নৌকার টিকিট চাইবেন দীপু চৌধুরী। আওয়ামী লীগসহ দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন তিনি। পিতা ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির হাত ধরেই রাজনীতিতে আসেন তিনি। সম্প্রতি বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচিত হলে এ এলাকার অসমাপ্ত কাজগুলো অচিরেই সমাপ্ত করবো। মতলব পৌরসভা, ফতেপুর পূর্ব, মোহনপুর ও নারায়ণপুর ইউনিয়নের এক সমাবেশে নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও স্কুল-কলেজ, মসজিদ, মন্দিরসহ অসহায় গরিব দুস্থ মানুষকে সহযোগিতা করে ভোটারের মন জয় করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও এ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের এলাকার সমস্যগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগের অসহায় এবং বঞ্চিত নেতাকর্মীদের একত্রিত করে তাদের বিভিন্ন রকম সহযোগিতা করা হবে। আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত এই আসনটি পুনরুদ্ধার করতে সকলের সহযোগিতা চাই। এ আসনের বর্তমান সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। আমার পিতা এলাকার অনেক উন্নয়ন করেছেন। মো. সাজেদুল হোসেন চৌধুরী দীপু আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করতে পারবো। আর নির্বাচিত হয়ে নির্বাচনী এলাকার ও দেশের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status