বাংলারজমিন

বঙ্গবন্ধুর নৌকা নিয়ে লড়তে চান মাহফুজ

স্টাফ রিপোর্টার

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৪ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে দৌড়ঝাঁপ করছেন লাখাইয়ের উদ্যমী নেতা মাহফুজুল আলম মাহফুজ। দীর্ঘদিন ধরে এ লক্ষ্যে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে গণসংযোগ চালাচ্ছেন। লাখাইবাসীও তাকে নিয়ে আশাবাদী। হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসন। মনোনয়নের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও বিবেচনায় রয়েছেন মাহফুজ। লাখাইবাসী মাহফুজকে নিয়ে আশা দেখছেন। গত ৪৪ বছর ধরে তারা লাখাইয়ের স্থানীয় কাউকে এমপি হিসেবে পাননি। তাই লাখাইবাসীও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন মাহফুজুল আলমকে আগামী নির্বাচনে প্রার্থী দিতে। লাখাইবাসীর কথা- তারা লাখাইয়ের সন্তান হিসেবে এমপি না পাওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এ বঞ্চনা থেকে মুক্তির জন্য এবার উপজেলাবাসী দলমতনির্বিশেষে ঐক্যবদ্ধ। তারা মাহফুজুল আলমকেই এমপি দেখতে চান। মাহফুজুল আলম মাহফুজ লাখাইয়ের জনপ্রিয় নেতা। তিনি লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘদিন তিনি সাধারণ সম্পাদক ছিলেন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যও। এ ছাড়া মাহফুজ বামৈ ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। তার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ সুসংগঠিত। তার উদ্যোগে ২০০০ সালে দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাখাই নিয়ে বিশাল জনসভা করেন। মাহফুজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। এ ব্যাপারে মাহফুজুল আলম বলেন, বঙ্গবন্ধুর নৌকা নিয়ে আমি হবিগঞ্জ-৩ আসন থেকে লড়তে চাই। এলাকাবাসীর স্বপ্নও তাই। দলের কাছে আমার চাওয়া ত্যাগী নেতা হিসেবে দল যেন আমাকে মূল্যায়ন করে। তিনি বলেন, দীর্ঘ ৪৪ বছর লাখাই থেকে কেউ এমপি হননি। লাখাইবাসী এবার আমাকে নিয়ে স্বপ্ন দেখছে। দলমতনির্বিশেষে আমাকে সমর্থন জানিয়েছে। আমি দলের কাছে এলাকাবাসীর চাওয়াটুকু জানাতে চাই। এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এলাকার প্রতিটি গ্রামে উঠান বৈঠক, সভা, সমাবেশ করে যাচ্ছি। স্থানীয় আওয়ামী লীগ আমার সঙ্গে রয়েছে। আমি জোর দিয়ে বলতে পারি দলীয় মনোনয়ন পেলে আওয়ামী লীগের মুখ উজ্জ্বল করবো। সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status