বিনোদন

এফআইআর করতে সাইবার ক্রাইম সেলে দেব

কলকাতা প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৩ পূর্বাহ্ন

টলিউডের সংসদ সদস্য অভিনেতা দেব হাজির হয়েছিলেন কলকাতা পুলিশের সদর দপ্তরে সাইবার ক্রাইম সেলে। অভিযোগ জানাতে এসেছিলেন তিনি। কি সেই অভিযোগ, যার জন্য একেবারে লালবাজারে যেতে হয়েছে? দেব অভিযোগ করেছেন, উইকিপিডিয়ায় তার আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’-এর তথ্য সমগ্র কেউ এডিট করেছে। যেখানে লেখা হয়েছে, ‘হইচই আনলিমিটেড’ পাকিস্তানি সিনেমা ‘জাওয়ানি ফের নেহি আনি’-এর রিমেক। কিন্তু অভিনেতার দাবি, এমনটা মোটেও নয়। তাই কে লিখল এমন কথা? সেই রহস্য সন্ধানেই সাইবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন দেব। আসলে এক চলচ্চিত্র সাংবাদিকের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে বলে সেই সাংবাদিক নিজেই জানিয়েছেন। আর দেবের এই অভিযোগের তদন্তে পুলিশ কলকাতার একটি বড় কাগজের সেই চলচ্চিত্র সাংবাদিককে ডেকে চার ঘণ্টা জেরা করেছে। আসলেই ঘটনার সূত্রপাত কিভাবে? এরই অনুসন্ধানে জানা গেছে, চলচ্চিত্র সাংবাদিক ইন্দ্রনীল রায় তার ব্যক্তিগত টুইটারে প্রথম লিখেছিলেন, ‘হইচই আনলিমিটেড’ পাকিস্তানি সিনেমা ‘জাওয়ানি ফের নেহি আনি’-এর রিমেক। এই দাবি নিয়ে, তিনি তার বেশকিছু ট্যুইট পাকিস্তানি প্রযোজক সংস্থা এআরওয়াইকে ট্যাগ করেছিলেন বলে অভিযোগ। এছাড়া দেব সম্পর্কে কিছু তীর্যক মন্তব্যও লিখেছিলেন। এই তথ্যের ভিত্তিতেই নাকি সাইবার পুলিশ তলব করেছিল সাংবাদিককে। ইন্দ্রনীল রায় অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এই কাজ তার নয়। তিনি বলেছেন, উইকিপিডিয়ায় এডিটিংয়ের জন্য সেখানে অ্যাকাউন্ট থাকতে হয়। যা তার নেই। তাছাড়া যে কম্পিউটার থেকে এডিটিং করা হয়েছে, তার আইপি অ্যাডড্রেস বিজয়ওয়াড়ার কোনো সার্ভারের। সুতরাং, তার এটা করার কোনো প্রশ্নই নেই। কিন্তু দেবের ফ্যানরা এসব মানতে নারাজ। সোস্যাল মিডিয়ায় তাদের মন্তব্য, এ সবই সাংবাদিকের কাজ। এবার দেখার পালা ঘটনা কতদূর গড়ায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status