অনলাইন

চট্টগ্রাম আদালতে আসামির মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:২২ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগর পুলিশ আদালতের হাজতখানায় মো. বকুল হোসেন নামে মাদক মামলার এক আসামি অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে অসুস্থ হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মো. বকুল হোসেন ঠাকুরগাঁও জেলার পিয়গঞ্জ উপজেলার ৮ নং কাঁচপুর ইউনিয়নের পালিগাঁও গ্রামের ছৈয়দ আলীর ছেলে। তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ নাগরিক সোসাইটি এলাকার ৬নং রোডের রাজ্জাক ভবনের ৪র্থ তলায় পরিবার নিয়ে বসবাস করতেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৩ই জানুয়ারি ১০০টি ইয়াবাসহ বাকলিয়া এলাকা থেকে বকুলকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এই মামলায় জামিনে মুক্তি পান তিনি। পরে জামিন বাতিল হওয়ায় দুই মাস আগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি বর্তমানে জননিরাপত্তা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

আজ মঙ্গলবার মামলার ধার্য্য দিনে বকুল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতের হাজিরা শেষে দুপুরে তাকে মহানগর পুলিশের হাজতখানায় নেয়া হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, গত দু‘দিন ধরে চট্টগ্রামে প্রচন্ড গরম পড়ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে সে মারা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status