বাংলারজমিন

পাকুন্দিয়া পৌরসভার অর্থায়নে ড্রেন নির্মাণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:০২ পূর্বাহ্ন

পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যেত পাকুন্দিয়া পৌরসদরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া সরকারি কলেজ মাঠে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো। এ নিয়ে গত ২১শে জুন দৈনিক মানবজমিনে ‘পাকুন্দিয়ায় স্কুল ও কলেজ মাঠে হাঁটু পানি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে পড়ে পৌর কর্তৃপক্ষের। পৌরসভার পক্ষ থেকে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা ব্যয়ে কলেজ চত্বর থেকে নতুন করে ড্রেন নির্মাণ করা হচ্ছে। নতুন এ ড্রেনটি উপজেলা পরিষদের ড্রেনের সঙ্গে সংযুক্ত হবে। এতে করে পানি নিষ্কাশন সহজ হবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হবে। গতকাল মঙ্গলবার এ ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন।

এসময় পাকুন্দিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মনসুর, অধ্যাপক আমজাদ হোসেন, প্রভাষক চিত্ত রঞ্জন বর্মণ, পৌর সচিব সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম সুজন, শামীম মিয়া, ফজলুল হক পল্টু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোমেনা আক্তার রুমা ও মেসার্স মানিক মিয়া ট্রেডার্স-এর মালিক মো. মানিক মিয়া প্রমুখসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর মধ্যদিয়ে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানান। এ ব্যাপারে পৌর মেয়র মো. আক্তারুজ্জামান খোকন জানান, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে মানবজমিনের নিউজটি আমাদের নজরে পড়েছে। পানি নিষ্কাশনের জন্য পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ হচ্ছে। এতে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে। এছাড়া তিনি মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status