অনলাইন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের পদযাত্রা

স্টাফ রিপোর্টার

১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৭:১০ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে অর্ধশতাধিক আইনজীবী স্মারকলিপি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন।

তবে আইনজীবীরা সোয়া ২টার দিকে সুপ্রিমকোর্ট থেকে মাজারগেট এলাকায় পৌঁছলে পুলিশের বাধার সম্মুখিন হন। পুলিশ গেট বন্ধ করে দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করে। পুলিশের বাধার সম্মুখিন হয়ে বিএনপি পন্থী আইনজীবীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সমাবেশ থেকে আগামী ২২ শে সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেয়ার আশ্বাস দিলে শাহবাগ থানার ওসির কাছে স্মারকলিপিটি তুলে দেন আইনজীবীরা।

সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, পুলিশ দিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বন্ধ করা যাবে না। বায়ান্নর ভাষা আন্দোলন ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামেও পুলিশ বাধা দিয়েছিল। অনেক শহীদের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত আন্দোলন সফল হয়েছে। তিনি বলেন, আইনজীবীরা রাজপথে নেমেছেন। আন্দোলন এখন আর আদালত অঙ্গনে নেই, রাজপথে চলে এসেছে। তিনি আরো বলেন, একজন অসুস্থ আসামিকে জোর করে কারাগারে স্থাপন করা আদালতে বিচার করার কোনো নজির নেই। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তা না হলে খালেদা জিয়ার জীবন বিপন্ন হলে এর দায় সরকারকে নিতে হবে। আবেদ রেজা বলেন, আজ দেশে আইনের শাসন নেই। বিচার বিভাগ ও প্রশাসন সরকারের ইচ্ছায় চলছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসা করতে হবে। তা না হলে আইনজীবীরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বলেন, আজ যখন কারাগারে চিকিৎসার অভাবে দেশনেত্রী খালেদা জিয়ার হাত পা অবশ হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে সরকারের মাথা অবশ হয়ে গেছে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ হলেও প্রশাসন ও বিচার বিভাগ থেকে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়নি। তা হলে বর্তমান সরকারের সঙ্গে স্বৈরশাসকের পার্থক্য কি? তিনি বলেন, আইনজীবীরা আজ রাস্তায় নেমেছে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে যাবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবিএম ওয়ালিউর রহমান খান, সংগঠনের সদস্যসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আইনজীবী মো. মনির হোসেন, আনিছুর রহমান খান, আইয়ুব আলী আশ্রাফী, আনজুমান আরা বেগম মুন্নি, মাসুদুল আলম দোহা, ওয়াসিল উদ্দিন বাবু, নাজমুল হোসেন, আবদুস সাত্তার, মো. মহীদ উদ্দিন, শফিউর রহমান শফি প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status