বিশ্বজমিন

সিরিয়ার ভুলে রাশিয়ার ১৫ সেনা নিহত

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৭:০৬ পূর্বাহ্ন

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ভুল করে রাশিয়ার উপকূলীয় একটি টহল বিমানকে ভূপাতিত করেছে সিরিয়ার বাহিনী। এ ঘটনায় ১৫ জন রুশ সেনা নিহিত হন। সোমবার সিরিয়ায় যখন ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা চলছে, তখন ভূমধ্যসাগরের ওপর দিয়ে ১৪ আরোহীসহ একটি রুশ সামরিক বিমান রাডারের পর্দা থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
সিএনএনের বরাত দিয়ে জানা যায়, রাশিয়া তাদের বিমান ভূপাতিত হওয়ায় ইসরাইলকে দোষীসাবস্থ করেছে। রাশিয়া বলছে, রুশ বিমানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে ইসরাইলি বিমানগুলো যাতায়াত করছিল সে সময়। যার ফলে রুশ বিমানটি মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আমরা ইসরাইলের সেনাবাহিনীর এই আচরণকে আগ্রাসী বিবেচনা করছি। তাদের এই দায়িত্বহীনতার কারণে ১৫ জন রুশ সেনার মূল্য দিতে হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হিমেইমিম বিমানবন্দরে ফেরার সময় সিরীয় উপকূলীয় শহর লাতাকিয়ার উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে স্থানীয় সময় সোমবার রাত প্রায় ১১টার দিকে বিমানটি নিখোঁজ হবার সংবাদ মেলে। রাশিয়ার নিখোঁজ বিমানটি ইলেকট্রনিক নজরদারির জন্য ব্যবহৃত একটি আইএল-২০ টার্বো-প্রপ বিমান ছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status