বাংলারজমিন

সীতাকুণ্ডে সৎ সন্তানদের কাণ্ড

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:২৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে নাছির আহমেদ নামে এক ব্যক্তি জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগের কয়েক ঘণ্টা পরেই অপহরণের শিকার হয় তার দ্বিতীয় স্ত্রী খালেদা আক্তার (৩২)। তবে একদিন পর ঐ গৃহবধূকে কুমিরা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারের দাবি করছে পুলিশ। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। স্বামী নাছির আহমেদ দাবি করেন, পারিবারিক শত্রুতার জের ধরেই এসব ঘটনা ঘটাচ্ছে তার প্রথম ঘরের সন্তানরা। এ বিষয়ে তিনি ১০ জনকে বিবাদী করে আদালতে মামলা করে। স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত ২৯শে আগস্ট রাত ৮টায় জানমালের নিরাপত্তা চেয়ে হালিশহর থানায় অভিযোগ করে স্বামী নাছির আহমেদ। অভিযোগের কয়েক ঘণ্টা পরই তার স্ত্রী খালেদা আক্তারকে কালো মাইক্রোবাসে করে অপহরণ করা হয়। এরপর সীতাকুণ্ড থানা পুলিশ ৩০শে আগস্ট ওই মহিলাকে কুমিরা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ উদ্ধার করার দাবি করে।
আরো জানা যায়, ৬ বছর আগে নাছির আহমেদের প্রথম স্ত্রী মারা যায়। পরে চলতি বছরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই প্রথম স্ত্রীর ছেলে খোকন ও ছেলের বউসহ মিলে পিতা ও সৎমাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেয়। নাছির আহমেদ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পরিকল্পিতভাবে আমার স্ত্রী খালেদা আক্তারকে সন্তানদের দ্বারা ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে। যা দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। আমি আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের কাছে ন্যায়বিচার চাই। হালিশহর থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল্লাহ জানান, ওই মহিলা অপহরণের পর আমরা রাতেই খোঁজাখুঁজি করেছি। পরে ওই মহিলাকে সীতাকুণ্ড থানা পুলিশ নাকি ২ হাজার পিস ইয়াবাসহ উদ্ধার করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status