এক্সক্লুসিভ

পাকিস্তানে বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা

মানবজমিন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৩৮ পূর্বাহ্ন

পাকিস্তানে বসবাসরত বাঙালি শরণার্থীদের পাকিস্তানি নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার করাচিতে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, তার সরকার বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের পাকিস্তানের নাগরিকত্ব প্রদানের কথা বিবেচনা করছে। এ খবর দিয়েছে বিবিসি বাংলা। খবরে বলা হয়, জাতিসংঘের হিসাব অনুযায়ী, পাকিস্তানে বর্তমানে ১৪ লাখ আফগান শরণার্থী বসবাস করছেন। তাদের ৭৪%ই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের আফগান। এছাড়া, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিপুল সংখ্যক শরণার্থী তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমায়। পাশাপাশি বার্মা থেকেও প্রচুর শরণার্থী পাকিস্তানে চলে যায়। করাচি মহানগরীর ১০৩টি মহল্লায় বাঙালি ও বর্মী শরণার্থীরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু নাগরিকত্ব বা পরিচয়পত্রের অভাবে তাদের বেশির ভাগই দিনমজুর হিসেবে কাজ করেন। তারা নানা ধরনের সামাজিক নিপীড়নের শিকার হন। রোববার করাচিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বাংলাদেশ থেকে আসা আড়াই লাখ মানুষ এখন করাচিতে শরণার্থী হিসেবে বসবাস করছেন। ৪০ বছর ধরে এরা এই শহরে আছেন। তাদের সন্তানরাও এই শহরেই বড় হচ্ছে। কিন্তু তাদের নেই কোনো পাসপোর্ট কিংবা কোনো পরিচয়পত্র। এগুলো না থাকলে চাকরি হয় না, আর চাকরি হলেও তাদের বেতন হয় অর্ধেক। ইমরান খান বলেন, এসব শরণার্থীর জন্য শিক্ষা এবং চাকরির বাজার উন্মুক্ত করতে হবে। তবে যেসব উর্দুভাষী শরণার্থী দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকা পড়ে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের ভবিষ্যতের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। পাকিস্তানের নাগরিকত্ব আইন অনুযায়ী, সে দেশের ভূখণ্ডে ১৯৫১ সালের পর জন্মগ্রহণকারী যে কেউ পাকিস্তানি নাগরিকত্বের অধিকারী। কিন্তু পাকিস্তানে বর্তমানে যারা সরকারি শরণার্থী কার্ড ব্যবহার করছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status