শেষের পাতা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্যের চ্যালেঞ্জ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়া আলোচিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনীকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানী ঢাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তার ভাই মজনু রহমান রানা।
তিনি বলেন, রাত সাড়ে ১১টায় তার মোবাইল ফোনে অজ্ঞাত নাম্বার থেকে একটি ফোন আসে। তাকে বলা হয় রনীকে ১টি কালো রংয়ের হাইয়েস মাইক্রোবাসে ৮/১০ জন লোক ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়।  

এ সময় রনীকে ঢাকার কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে জানতে চাইলে অপরদিক থেকে জানায়, এত কথা বলার সময় নাই। ফতুল্লা থানায় খবর নাও বলে লাইনটি কেটে দেয়। এরপর থেকে রনীর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মজনু বলেন, ‘মশিউর রহমান রনী জেলা ছাত্রদলের সভাপতি। সে ঢাকায় থাকত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির বেশি মামলা রয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির নাম্বারে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে যোগাযোগ করা হলেও তারা রনীকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি।’

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বলেন, ‘রনীকে গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই। ডিবি পুলিশের কেউ তাকে গ্রেপ্তার করেনি।’

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, মশিউর রহমান রনী নামের কাউকে ফতুল্লা মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি বলেন, রনীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে, দীর্ঘদিন ধরেই পুলিশের সামনেই মিছিল মিটিং করে আসলেও রনীকে ধরেনি পুলিশ।

পরিবারের সংবাদ সম্মেলন: ওদিকে, রনীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের স্বজন ও বিএনপি নেতারা। গতকাল বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মশিউর রহমান রনীর বড় ভাই আবু সাঈদ রুবেল, ছোট ভাই মহিমুর রহমান রানা, দুই খালা রাশিদা বেগম ও জাহানারা বেগম, মামাতো ভাই জাহাঙ্গীর আলম প্রধান, বড় ভাবি সানজিদা ইসলাম শিখা, মামাতো ভাবি ডলি আক্তার প্রমুখ।

সংবাদ সম্মেলনে মশিউর রহমান রনীর ছোটভাই রানা বলেন, ‘শনিবার সকাল ১০টায় পারিবারিক কাজে ঢাকা যায় রনী। এরপর রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, ডিবি পরিচয়ে সাদা পোশাকে কিছু লোক রনীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। এ খবর আত্মীয় স্বজনকে জানানোর পরে অনেক খোঁজাখুঁজি করেও রনীকে খুঁজে পাওয়া যায়নি।’

রানা আরো বলেন, ‘এ বিষয়ে ফতুল্লা থানায় জিডি করতে গেলে আমাদের জিডি নেয়া হয়নি। এদিকে, গতকাল বিকালে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিতে গেলেও পুলিশ সুপারের দেখা মেলেনি।’

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘রনীর বাবা-মা বিদেশে আছেন, এমন অবস্থায় সে ঢাকায় গেলে তাকে ডিবি পরিচয়ে কেউ তুলে নিয়ে গেছে। ১৮ ঘণ্টার মতো হয়ে গেছে কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছ থেকেও সহায়তা পাই নাই। যারাই রনীকে তুলে নিয়ে যাক কিংবা অপহরণ করুক তারা  যেন রনীকে ফিরিয়ে দেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে তাকে এরেস্ট দেখানো হোক এবং আদালতে তোলা হোক। আইনশৃঙ্খলা বাহিনী যদি তাকে আটক করে তাহলে তারা এটা বলে রনীর পরিবারকে আশ্বস্ত করুক।’
শামীম ওসমানকে চ্যালেঞ্জ করে রনীর সেই স্ট্যাটাস: গত ১০ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে চ্যালেঞ্জ জানিয়ে ফেসবুকে রনী একটি স্ট্যাটাস দিয়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হন। নিজ দলের নেতাকর্মীদের কাছে সাহসী, বীর খেতাবসহ প্রশংসিত হলেও ছাত্রলীগসহ অন্যদের কাছে বেশ সমালোচিত হয়েছিলেন।

স্ট্যাটাসটিতে রনি উল্লেখ করেন, ‘শামিম ওসমান সাহেব চ্যালেঞ্জ করেন বিএনপির জন্য না কি তারা দুই একজন যথেষ্ট। একটু হাসি পাচ্ছে ইদানিং ওনার কথা শোনলে। আমার মাঝে মাঝে এমন মনে হয় যে তার মনের ভিতর সব সময়ে ভয় কাজ করে।

শামিম ওসমান নির্বাচন আসলে নিজে নিজে বিলাই এর মত মিউ মিউ করে বরকা পরে পালিয়ে যাওয়ার রাস্তা খোঁজে। আগে নিজেকে শেভ করেন পরে বিএনপিকে নিয়ে ভাববেন।

আমি জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে বলতে চাই প্রশাসনকে ব্যবহার না করে রাজপথে আসেন দেখি কার কত হেডাম আছে। বিগত ১২ বছর আন্দোলন করে আসছি। আমার মনে হয় এমন ১২ বছর ক্ষমতার বাহিরে থাকলে আপনে আওয়ামী লীগ ছেরে বিএনপিতে যোগ দিতেন। আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে গড়া তারেক জিয়ার প্রতিষ্ঠিত সৈনিক।

আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না তবে এটা বলছি তারেক জিয়া যখন আমাদের নির্দেশ দিবে তখন সকল জাতীয়তাবাদী শক্তি মাঠে নামবে। পৃথিবীর কোনো শক্তি নাই তখন প্রতিহত করার। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শামিম ওসমান এর জবাব রাজপথে দেয়া হবে।’  

রনীকে জনসম্মুখে হাজির করার দাবি: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনীকে জনসম্মুখে হাজির করার দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ঢাকাসহ সারা দেশ থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি আটক করে আটকের বিষয়টি অস্বীকার ও গুম করে দেয়ার ঘটনায় সারা দেশে বিরাজ করছে এক ভয়াল আতঙ্কজনক পরিবেশ। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমানকে শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর ধানমণ্ডি থেকে আটকের পর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনা বিরোধী নেতাকর্মীদের ওপর বর্তমান অত্যাচারী শাসকগোষ্ঠীর চলমান নিষ্ঠুর কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা। এখনো পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ার ঘটনায় তার পরিবারসহ দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে মশিউর রহমান রনীকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানাচ্ছি।

পৃথক বিবৃতিতে মশিউর রহমান রনীকে আইনের হাতে সোপর্দের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুম করার অভিযোগ করেছে তার পরিবার। তাদের সেই অভিযোগকে আমলে নিয়ে মশিউর রহমান রনীকে আদালতের সামনে পেশ করার আহ্বান জানাই। পরে যদি সাজানো কোনো নাটকের মাধ্যমে তার সঙ্গে অনাকাঙিক্ষত কিছু করা হয় তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status