এক্সক্লুসিভ

দুদকে হাজির না হতে আমীর খসরুর রিট খারিজ

স্টাফ রিপোর্টার

১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:২৩ পূর্বাহ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদালতে আমীর খসরুর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আদেশের পরে খুরশিদ আলম খান মানবজমিনকে বলেন, ‘আমীর খসরুর রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আমীর খসরুকে দুদকে হাজির হতে হচ্ছে।’ আমীর খসরুর আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আমরা চেম্বার আদালতে আবেদন করবো।’

আইনজীবী সূত্রে জানা গেছে, অবৈধ লেনদেন, মুদ্রাপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করে গত ১৬ই আগস্ট নোটিশ দেয় দুদক। নোটিশে ২৮শে আগস্ট তাকে সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। নোটিশ পাওয়ার পর আমীর খসরু একমাস সময় চেয়ে আবেদন করেছিলেন। পরে তাকে ১০ই সেপ্টেম্বর হাজির হতে আরেকটি নোটিশ দেয় দুদক। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩রা সেপ্টেম্বর রিট আবেদন করেন তিনি। গত ৫ই সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে আমীর খসরুর আবেদনটি উঠলেও তার আইনজীবী মওদুদ আহমদের করা আবেদনের প্রেক্ষিতে সেটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়। পরে ১০ই সেপ্টেম্বর দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠান আমীর খসরু। চিঠিতে হাইকোর্টে এ বিষয়ে রিট বিচারাধীন রয়েছে উল্লেখ করে রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ না নিতে দুদককে অনুরোধ করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status