ভারত

ভয়াবহ আগুন

কলকাতা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৬:১২ পূর্বাহ্ন

মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটে বৃহত্তম পাইকারি মার্কেট বলে পরিচিত বাগরি মার্কেটের একটি ছ’তলা বাড়ি শনিবার মধ্যরাতের এক ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে। প্রচন্ড আগুনের তাপে বাড়িটিতে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফলে বাড়িটি যে কোনও মুহূর্তে ধ্বসে যেতে পারার আশঙ্কা তৈরি রয়েছে। ১৫ ঘণ্টার চেষ্টাতেও দমকলের ৩০টি ইঞ্জিন আগুন পুরোপুরি আয়ত্তে আনতে পারেনি। আগুন লাগার কারণ সঠিক ভাবে জানতে না পারলেও দমকল এবং পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ড। তবে দমকল মন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। স্থানীয়রা জানিয়েছেন, শুধু এই বাড়িটিতেই হাজার খানেক দোকান ছিল। প্রধানত ওষুধ ও কসমেটিক সামগ্রিসহ নানা ধরণের পণ্য পাইকারিভাবে বিক্রি হত এই মার্কেটে।

আগুনে এখন পর্যন্ত কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও বড়সড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। প্রাথমিক ভাবে কয়েক কোটি রুপির ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাড়িটিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ছিল ওষুধ তৈরির রাসায়নিকও। দমকল আধিকারিকদের আনুমান, দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক দমকল কর্মী। দমকল মন্ত্রী বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা করছে দমকল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status