খেলা

আফ্রিদির উচিত কিংবদন্তিদের সম্মান করা

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ১১:৩৩ পূর্বাহ্ন

ঢাকা এবং চট্টগ্রামে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এবারের আসরে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার সাদিক মোহাম্মদ। আসন্ন যুব এশিয়া কাপে ৭৩ বছর বয়সী সাদিক মোহাম্মদকে ম্যানেজারের দায়িত্ব দেয়ার প্রসঙ্গে গত শনিবার পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেন, আমি সাদিক মোহাম্মদের সম্মান রেখেই বলছি, তার এই পদে থাকা ঠিক নয়। তার প্রয়োজন এখন নামাজ পড়া। আর কাপের পরিবর্তে বিশ্রামে থাকা। যুবদলের ম্যানেজার হিসেবে সাবেক ক্রিকেটার ইউনুস খান এবং মিসবাহ উল হকের মতো ক্রিকেটাররা থাকলে ভালো হবে। শহীদ আফ্রিদির এমন মন্তব্য নিয়ে অনেকটাই মনক্ষুণ্য হয়েছেন সাদিক মোহাম্মদ। গতকাল এই প্রসঙ্গে তিনি বলেন, আমি ৭৩ বছর বয়সী হলেও এখনো আট ঘণ্টার বেশি সময় মাঠে থাকতে পারি। আফ্রিদির উচিত সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের সম্মান করা। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে অভিষেক হওয়া সাদিক সর্বশেষ টেস্ট খেলেন ১৯৮১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরি এবং ১০টি ফিফটিসহ ২ হাজার ৫৭৯ রান করেন সাদিক। ওয়ানডে ক্রিকেটে ১৯ ম্যাচ খেলে ৩৮৩ রান করেন সাবেক এ ক্রিকেটার। এবারের এশিয়া কাপের ‘এ’ গ্রুপে খেলবে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলংকা ও হংকং। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। যুব এশিয়া কাপের ‘এ’ গ্রুপের খেলাগুলো হবে ঢাকায়, বিকেএসপির মাঠে। আর ‘বি’ গ্রুপের খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ এবং এমএ আজিজ স্টেডিয়ামে। তবে দুই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status