দেশ বিদেশ

কূটনৈতিক জোনে বিপত্তি

স্টাফ রিপোর্টার

১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ১:৫৩ পূর্বাহ্ন

কূটনৈতিক জোন খ্যাত বারিধারা এলাকায় গতকাল সকালে হঠাৎই দেখা দেয় বিপত্তি। গ্যাসের ঝাঁজে দমবন্ধ অবস্থা তৈরি হয় ওই এলাকায় অবস্থানরতদের। পাশের ভাটারা এলাকাতেও দেখা দেয় একই পরিস্থিতি। অজানা আতঙ্কও দেখা দেয় লোকজনের মধ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে অবশ্য বলা হয়েছেÑ কূটনৈতিক জোনের অদূরে ৩০০ ফিট এলাকায় পুলিশের টিয়ারশেল এক্সারসাইজ ছিল গতকাল ভোরে। শেল নিক্ষেপের পর বাতাসে আদ্রতার কারণে সেটি জমাট বাঁধে এবং এটি গোটা এলাকায় ছড়িয়ে যায়। কুড়িল বিশ্বরোড ছাড়িয়ে বারিধারা এলাকায় থাকা লোকজনও ঝাঁজে আক্রান্ত হন। পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আশরাফুল কবির রাতে মানবজমিনকে বলেন, ৩০০ ফিট এলাকায় টিয়ারশেল এক্সারসাইজ ছিল। সেই ঝাঁজ বৃষ্টির কারণে বাতাসে জমাট বেঁধে গিয়েছিল। কিছুক্ষণ এটি স্থায়ী হলেও পরে তা স্বাভাবিক হয়ে গেছে। আমি এটুকুই শুনেছি। এরচেয়ে বেশি আমার জানা নেই। উল্লেখ্য, ভাটারা থানায় দফায় দফায় যোগাযোগ করা হলেও কর্তব্যরত কর্মকর্তারা এ নিয়ে কোন মন্তব্য করতে রাজী হননি। বরাবরই তারা বলেন, না কোন ঘটনাই ঘটেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status