দেশ বিদেশ

ইভিএমে কারচুপি! দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোটই বাতিল

মানবজমিন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ১:৫৩ পূর্বাহ্ন

দিনভর উত্তেজনার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের গণনাই মাঝপথে বাতিল হয়ে গেল। ফের নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এক নির্বাচনী আধিকারিক। আনন্দবাজার পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, ছাত্রসংসদ নির্বাচনের গণনাকে কেন্দ্র করে দিনভর চরম নাটকীয়তার মুখোমুখি হল দিল্লি বিশ্ববিদ্যালয়। নির্বাচনে যে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে, তাতে কারচুপি করা হয়েছে, এই অভিযোগে সকাল থেকেই সোচ্চার ছিলেন কংগ্রেস প্রভাবিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া ওরফে এনএসইউআই-র প্রতিনিধিরা। এই নির্বাচনে এনএসইউআই-র মূল প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি প্রভাবিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওরফে এবিভিপি। সকাল থেকেই গণনা ও নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দিন ঘোষণা করার দাবি জানাচ্ছিলেন এনএসইউআই সদস্যেরা। অন্যদিকে গণনা চালিয়ে যেতে চাপ বাড়াচ্ছিলেন এবিভিপি সমর্থকেরা। এই নিয়ে দফায় দফায় সংঘর্ষেও জড়িয়ে পড়েন ছাত্রছাত্রীরা। বেশ কয়েকবার গণনা বন্ধ রাখতে বাধ্য হন নির্বাচনী আধিকারিকেরা। বিষয়টি নিয়ে টুইট করেন এনএসইউআই জাতীয় নেত্রী রুচি গুপ্তা। যদিও শেষ বেলায় ইভিএমে গ-গোল থাকার কথা স্বীকার করে নেন নির্বাচনী কর্তৃপক্ষ। আমরা ইভিএমের ত্রুটি সারিয়ে গণনা শুরু করার কথা বলেছিলাম। কিন্তু পড়–য়ারা রাজি না হওয়ায় আমরা এই নির্বাচনের গণনা বাতিল ঘোষণা করলাম। নতুন নির্বাচন ও গণনার দিনক্ষণ খুব শিগগিরই ঘাষণা করা হবে। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ভি কে কউল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status