বাংলারজমিন

কালকিনিতে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে মাদক বিক্রিতে বাধা প্রদান করায় মাদক বিক্রেতাদের হামলায় কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এলাকা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পৌর এলাকার পশ্চিম মিনাজী গ্রামের দুলাল উকিলসহ তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। বুধবার দিবাগত রাতে তাদের এ মাদক বিক্রিতে বাধা প্রধান করেন একই এলাকার বারেক হাওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে দুলাল উকিল তার লোকজন নিয়ে বারেক হাওলাদারকে (৩৫) কুপিয়ে জখম করে। এ হামলার ঘটনার প্রতিবাদ করলে অহিদুল হাওলাদার (২৮), খায়রুল হাওলাদার (২৩) হাফিজুল হাওলাদার (৩০)সহ কমপক্ষে ৫ জনকে পিটিয়ে আহত করে মাদক বিক্রেতারা। পরে আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত বারেক হাওলাদার বলেন, আমি তাদেরকে গাঁজা বিক্রিতে বাধা দিলে আমাদের ওপর হামলা চালায় দুলাল উকিল ও তার লোকজন। আমরা তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছি।
দুলাল উকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় হামলা চালানো হয়েছে। এ বিষয় থানায় মামলা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status