বাংলারজমিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে কর্মযজ্ঞ চলছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:০৯ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে ৫০ বছর অগ্রবর্তী মাস্টার প্ল্যানের আওতায় ৪০০ আসন বিশিষ্ট ১৪তলা ডরমিটরি ভবন, ৭তলা আইসিটি ভবন, ৬তলা সিনেট ভবন ও ১০তলা করে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুটি পৃথক ভবন নির্মাণ কাজের গতকাল বৃহস্পতিবার শুভ সূচনা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টায় প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক সম্মিলনী ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতির ভাষণে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর স্বয়ংসম্পূর্ণ, স্বচ্ছ, গতিশীল আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে এসব ভবন নির্মাণ অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত সুযোগ-সুবিধার আবশ্যকতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুভব করে আসছিল। সংশ্লিষ্ট ভবনসমূহ নির্মাণের পর বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত আর কোনো সীমাবদ্ধতা থাকবে না।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রোভিসি প্রফেসর ড. মশিউর রহমান, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান-উর রশীদ, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের কলেজসমূহের অধ্যক্ষবৃন্দের ‘শিক্ষা সমাবেশ’ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে এসব স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৩-৯-২০১৮ তারিখ এসব নির্মাণ কাজের শুভ সূচনা হয়। নির্মাণ সামগ্রী, ভূমি খনন ইত্যাদি নিয়ে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় এক কর্মযজ্ঞ শুরু হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status